বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ১০:৫৫:১১

অবশেষে মাঠে ফিরলেন রোনালদো

অবশেষে মাঠে ফিরলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : ইউরোর ফাইনালে ফ্রান্সের দিমিত্রি পায়েতের এক ধাক্কায় মাঠের বাইরে চলে যেতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ছাড়াই অবশ্য ইউরোর শিরোপা জিতেছে রোনালদোর পর্তুগাল। পায়েতের ধাক্কায় পাওয়া সেই ইনজুরির কারণে শুধু সেই ম্যাচেই নয়, এক মাসের জন্য ফুটবলের বাইরে চলে যেতে হয় রোনালদোকে। এই কারণেই গত মঙ্গলবার অনুষ্ঠিত উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামতে পারেন নি তিনি। অবশেষে ঠিক এক মাসের মাথায় মাঠে দেখা গেল ইউরোজয়ী রোনালদোকে।

সেভিয়াকে হারানোর পরের দিনই দলবল নিয়ে মাঠে নেমে পড়েন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। মাত্র ১১দিন পরই লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। লিগ শুরুর প্রস্তুতি নিতে কোন বিলম্ব করতে রাজি নন লজ ব্লাঙ্কোজ কোচ। সে কারণেই রিয়ালের ট্রেনিং গ্রাউন্ডে শুরু হয়েছে রামোস-রোনালদোদের নিবিড় অনুশীলন।

মাঠে ফিরেই কোচ এবং সতীর্থদের উষ্ণ অভ্যর্থনা পেলেন রোনালদো। কোচ জিদান সম্ভাষণ জানালেন তাকে। অন্যরাও ইউরো জয়ের জন্য অভিনন্দন জানান তাদের দলের সেরা তারকাকে। এরপরই কিছুক্ষণ ওয়ার্মআপ করেন রোনালদো।

এদিন তার সঙ্গে রিয়ালের ক্যাম্পে ফিরেছেন আরেক পর্তুগিজ পেপে। ইউরো জয়ের পর আন্তর্জাতিক ফুটবলের ধকল কাটিয়ে উঠতে এবং শিরোপা জয়ের আনন্দ উদযাপন করতে অতিরিক্ত ছুটি দেয়া হয় তাকে। সেই ছুটি কাটিয়ে আজই ফিরেছেন তিনি। অথ্যাৎ, রোনালদোর সঙ্গে উয়েফা সুপার কাপের ফাইনালে ছিলেন না পেপেও।

আগে থেকেই রিয়াল শিবিরে ফিরেছেন গ্যারেথ বেল, টনি ক্রুস, মার্টিন ওডেগার্ডরা হাজির হয়ে গিয়েছিলেন। নতুন করে ফিটনেস ফিরিয়ে আনার ব্যাপারে বেশ সিরিয়াস দেখা গেলো রিয়াল ফুটবলারদের।
১০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে