বুধবার, ১০ আগস্ট, ২০১৬, ১১:১৩:৪৯

সিদ্দিকুর মাঠে নামছেন আগামীকাল

সিদ্দিকুর মাঠে নামছেন আগামীকাল

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলে চলমান অলিম্পিক আসরের আগে ৩৯ জন বাংলাদেশি ক্রীড়াবিদ ‘দ্য গ্রেটেস্ট শোন অন আর্থ’ খ্যাত এই আসরে গেছেন। যার মধ্যে ১৯ জনই ছিলেন অ্যাথলেট। এবার অলিম্পিকে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন সাত জন। সব মিলিয়ে এ পর্যন্ত অলিম্পিকের বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ৪৬ জনে। এদের মধ্যে মাত্র একজন ব্যতিক্রম। গলফার সিদ্দিকুর রহমান। যিনি বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে নিজ যোগ্যতায় অলিম্পিক গেমসে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ বিশ্বের সেই ৭৩টি দেশের একটি যারা কখনো কোনো অলিম্পিক পদক জেতেনি। ‘পদক জয় নয়, অংশগ্রহণই বড় কথা’- অলিম্পিকের আদি সেই মন্ত্র যেন এবার সিদ্দিকুরের মাধ্যমে ঘোচানোর স্বপ্ন দেখছেন এদেশের ক্রীড়াপ্রেমীরা। অলিম্পিক র‌্যাঙ্কিং অনুযায়ী গত জুলাই পর্যন্ত শীর্ষ ৬০ জনের মধ্যে থাকার শর্ত পূরণ করেই ব্রাজিল গেছেন সিদ্দিকুর। স্বপ্ন পূরণের পথে বৃহস্পতিবার রিওর গলফ কোর্সে নেমে পড়ছেন তিনি। এদিন বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় শুরু হবে সিদ্দিকুরের ইভেন্ট।

সিদ্দিকুর অলিম্পিক যাত্রাকে ক্যারিয়ারের অন্যতম অর্জন হিসেবে দেখছেন। অলিম্পিকে কোয়ালিফাই করেই সংবাদ মাধ্যম ও সমর্থকদের দিক থেকে যে সাড়া পেয়েছেন, সেটি বিমোহিত করেছে এই তারকাকে। প্রতিদানে দেশকে একটি পদক এনে দেওয়ার প্রতিজ্ঞার কথাও ঝরেছে তার কণ্ঠে।

একদিন কুর্মিটোলা গলফ কোর্সে বল বয়ের কাজ করেছেন। পরে সুযোগ মিলেছে খেলোয়াড় হওয়ার। এখন তো দেশের ক্রীড়াঙ্গনেরই অন্যতম আলোচিত তারকা তিনি। সেইসব দিনের স্মৃতি ফিরে আসে সিদ্দিকুরের মনে। সেটাই তাকে আরো বেশি করে অনুপ্রাণিত করে। যে অনুপ্রেরণায় ২০১০ ব্রুনাই ওপেন ও ২০১৩ ইন্ডিয়ান ওপেনে জিততে সাহায্য করেছে। এবার হয়তো রিওর পালা!

বৃহস্পতিবার মিশনে নামার আগের কদিন অলিম্পিক ভিলেজে নিজেকে ঝালিয়ে নিয়েছেন দেশসেরা এই গলফার। নিজের ফেসবুক পেজে জিম-ওয়ার্কআউটের একটি ছবিও পোস্ট করেছেন। যেটি তার কঠোর অনুশীলনের বার্তাই বয়ে এনেছে। রিও অলিম্পিকে বাংলাদেশের পতাকাবাহী সিদ্দিকুর কঠোর অনুশীলনের সেই প্রত্যয়টুকু গলফ কোর্সে প্রতিফলিত করতে পারলে সম্মানজনক কিছু অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।
১০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে