বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬, ০৪:০৫:৪৭

অলিম্পিকে স্বর্ন পদক জয়ী বাংলাদেশের জামাই

অলিম্পিকে স্বর্ন পদক জয়ী বাংলাদেশের জামাই

স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকে ক্যানু কাইয়াক প্রতিযোগিতায় স্বর্ন পদক পেয়েছে ফ্রান্সের দেনি গার্গ শানু। গত মঙ্গলবার ব্রাজিলের হোয়াইট ওয়াটার স্টেডিয়ামে এককভাবে ক্যানু (ছোট নৌকা) প্রতিযোগিতায় স্বর্ন পদক পান তিনি।

২৯ বছর বয়সী শানু গত মঙ্গলবার শ্লোভাকিয়ার ম্যাটেজ বেনু ও জাপানী হানেদা তাকুয়াকে পেছনে ফেলে স্বর্ন পদক জয় করে। অলিম্পিক স্বর্নজয়ী শানুর শ্বশুরবাড়ী বাংলাদেশে।

এবারের অলিম্পিকে ক্যানু প্রতিযোগিতায় ফ্রান্স দল তিনবারের মতো স্বর্ন পদক লাভ করলো। এর আগে ফরাসী খেলোয়াড় টনি ২০০০ ও ২০০৪ সালে এ বিভাগে স্বর্ন জয় করেছিলো। শানুর স্বর্ন জয়ের মাধ্যমে হ্যাটট্রিক করলো ফরাসী দল।

ফ্রান্সের মার্সাই এলাকার বাসিন্দা শানু এর আগে ২৯ টি আন্তর্জাতিক প্রতিযোগাতায় পুরষ্কার লাভ করেছে।

ফ্রান্সের মারসাই শহরের বাসিন্দা দেনি গারগ শানু ২০১১ সালে বিয়ে করেন বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আসামপাড়ার কবীর হোসেনের মেয়ে নুসরাতকে বিয়ে করেন। কবীর হোসেন দীর্ঘদিন ধরে ফ্রান্সে বাস করছেন। পেশায় আইনজীবি নুসরাতের জন্ম ফ্রান্সে।
১১ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে