স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের পক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শত রান করা ব্যাটসম্যান মেহেরাব হোসেন অপি। বাংলাদেশ দলের বর্তমান তারকা ক্রিকেটারদের ভীড়ে অতিতের টাইগার ওপেনার মেহরাব হোসেন অপির কথা হয়তো সবাই ভুলতে বসেছেন। তবে বাংলাদেশ ক্রিকেটের প্রকৃত ভক্তরা কিন্তু অপির খোজ ঠিকই নেন। তাই তো অপির সুটিংয়ে দেখা গিয়েছিলো শত শত মানুষের ভীড়।
ঠিকই ধরেছেন, মেহেরাব হোসেন অপি এখন ক্রিকেট মাঠের পাশাপাশি শোবিজ জগতে যোগ দিয়েছেন। ঈদ-উল-আযহা উপলক্ষ্যে একটি বিশেষ নাটক ‘রান অব লাক’-এ হাজির হয়েছেন তিনি। নাটকটি এরই মধ্যে একটি বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়েছে। এর পরই তার ভক্ত সংখ্যা যেন আরো বাড়তে শুরু করেছে। শাফায়েত মনসুর রানা’র রচনা ও পরিচালনায় এই নাটকে আরও অভিনয় করেছিলেন জন কবির ও অপর্ণা ঘোষ।
উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে যে কোন ধরনের ক্রিকেটে বাংলাদেশী হিসেবে তিনিই প্রথম শতরানের ইনিংস উপহার দিয়েছিলেন। তিনি ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে ৯টি টেস্ট ও ১৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। একদিনের ম্যাচে তাঁর রয়েছে ১টি শত রানের এবং ২টি অর্ধশত রানের ইনিংস। এ ছাড়া টেস্টে তাঁর রয়েছে একটি শতরানের ইনিংস।
৩০ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ