মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ০৫:৫৭:৩২

কথা বলতে হতে পারে প্রধানমন্ত্রীকেও

কথা বলতে হতে পারে প্রধানমন্ত্রীকেও

স্পোর্টস ডেস্ক : গত মাসে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর পাল্টে যায় দৃশ্যপট। তারই ছোঁয়া লাগে এ দেশের ক্রিকেটে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফরে ইংল্যান্ড আসবে কিনা তা নিয়ে দেখা দেয় চরম অনিশ্চয়তা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এখন পর্যন্ত এ সিরিজ নিয়ে আশাবাদী।

আগামীকাল বুধবার চারদিনের সফরে ইংল্যান্ডের তিন সদস্যের একটি নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকায় আসবেন। এই তিন সদস্যরা হলেন প্রতিনিধি রেড ডিকসন, জন কার্ট ও ডেবিট লেথারওয়েল জেট এয়ারওয়েজের। তাদের রিপোর্টের ওপর নির্ভর করছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ভাগ্য। নিরাপত্তা দলের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করতে পারেন বলে বিসিবি সূত্রে জানা গেছে।

প্রতিনিধি দলের সদস্যরা ক্রিকেটারদের থাকার হোটেল, হোটেল থেকে মাঠে যাওয়ার রাস্তা, মাঠ ইত্যাদি স্থানের নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন। বিসিবির সূত্রে জানা গেছে, চারদিনের এই সফরের প্রথম দিনে প্রতিনিধি দলটি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আমেরিকান দূতাবাসে যাবেন। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন।

দ্বিতীয় দিন মন্ত্রণালয়ে বৈঠক করবেন তিন সদস্যের এই প্রতিনিধি দল। সেখানে উপস্থিত থাকবেন র‌্যাব, পুলিশ, বিজিবি'র মহাপরিচালক এবং ডিজিএফআই-এর কর্মকর্তারা। তৃতীয় দিনে তারা চট্টগ্রামে অবস্থান করবেন। সেখানে মাঠ ও নিরপত্তা পর্যবেক্ষণ করবে দলটি।
১৬ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে