মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ০৭:১০:৫৪

‘আইসিএলে না খেললে এমন অবস্থা হতো না’

‘আইসিএলে না খেললে এমন অবস্থা হতো না’

স্পোর্টস ডেস্ক : এখন আমি এটা অনুভব করি, তখন যদি আইসিএলে না যেতাম তাহলে আমার একটা আট-দশ বছরের লম্বা ক্যারিয়ার হতে পারতো। আসলে একবার জাতীয় দল থেকে বের হয়ে গেলে বা ট্র্যাক থেকে বেরিয়ে গেলে যে কারও জন্য ফেরা অনেক কঠিন। তখন যদি না যেতাম, তাহলে হয়তো ভিন্ন কিছু হতে পারতো।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্পিনারদের বিশেষ ক্যাম্পে মঙ্গলবার অনুশীলন শেষে মোশারফ হোসেন রুবেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে গিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, ফেরার পর দুই বছর ওইভাবে কোন ক্রিকেটই খেলি নি। এরপর ঘরোয়া ক্রিকেট দিয়ে শুরু করেছি। সবমিলিয়ে দেখা গেলো পাঁচ বছর চলে গেছে। এতোটা যে পিছিয়ে যাব, চিন্তাই করি নি। অথচ ওইটাই ঘটেছে আমাদের জীবনে।

তিনি আরও বলেন, ফর্মে ফেরা বা কাম ব্যাক করা আসলে একটা ম্যাচের ব্যাপার। কেউ একটা ম্যাচ ভালো খেললেই ফিরে আসতে পারে। সামনে আরও খেলা রয়েছে, বিসিএল আছে, সেখানে যদি আমি ভালো করতে পারি, মানে আমার সেরাটা খেলতে পারি, যেমনটা আমি আগে খেলতাম তাহলে সুযোগ আসতেই পারে। আমি আমার সেরাটা খেলার চেষ্টাই করবো। বাকিটা ভাগ্যের হাতে।

প্রসঙ্গত, ২০০৭ বিশ্বকাপে ভারত-দক্ষিণ আফ্রিকার মত দলকে বধ করার পর উচ্ছ্বাসের জোয়ারে ভাসছিল বাংলাদেশ; কিন্তু হঠাৎ করেই ভারতের নিষিদ্ধ ক্রিকেট লিগ আইসিএলের কালো থাবায় ভেঙ্গে পড়ে দেশের ক্রিকেট। বাংলাদেশের ১৩জন ক্রিকেটার নিষিদ্ধ ওই লিগে নাম লিখিয়েছিলেন ঢাকা ওয়ারিয়র্স নামে একটি দলের হয়ে। সেখানে ছিলেন বাঁ-হাতি স্পিনার মোশারফও। সে বছরই মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার কারণে মাঝপথেই এ টুর্নামেন্টের ইতি ঘটে। এরপর নানা টানাপড়েনে পড়ে আর মাঠে গড়ায় নি ভারতের নিষিদ্ধ এ লিগ। এরপর আইসিএল থেকে ফিরে আসেন ক্রিকেটাররা।
১৬ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে