মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ০৭:৪২:৫১

‘মা-বোনদের বছরে একবার দেখতে পারি’

‘মা-বোনদের বছরে একবার দেখতে পারি’

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওভালে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে ১০ উইকেটে জিতেছে পাকিস্তান। এর ফলে ৪ ম্যাচের টেস্ট সিরিজটি ২-২-এ শেষ হয়। এই সিরিজের ‘ম্যান অব দ্য সিরিজ’ হয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক। এছাড়াও পাঁচটি ওয়ানডে একটি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান ও ইংল্যান্ড।

নিজের ফেসবুক পেজে বুধবার বিকালে(বাংলাদেশ সময়)মিসবাহ উল হক লেখেন, মানুষ মনে করে আরব আমিরাতে খেলা আমাদের জন্য সহজ ব্যাপার কিন্তু পাকিস্তানের বাইরে প্রতিটি খেলাই আমাদের জন্য মানসিকভাবে কঠিন।

তিনি বলেন, হোম সিরিজগুলোও দেশের বাইরে খেলার জন্য আমি আমার মা/বোনকে বছরে মাত্র একবার দেখতে পারি। আমার কিছু বন্ধু আছে যাদের সঙ্গে দেখা হয় ৩/৪ বছর পরে।

তিনি আরও বলেন, নিজেদের দেশে ছয় বছর কোনও ধরণের ম্যাচ না খেলা এই পাকিস্তান দলই টেস্টের এক নম্বর হওয়ার ন্যায্য দাবিদার।

কারণ হিসেবে তিনি বলেন, আমরা দেখিয়েছি যে এই ধরণের পরিস্থিতিতেও আমরা খেলার  জন্য যথেষ্ট ভালো। এক পর্যায়ে আমরা সিরিজ জিতেছি।
১৬ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে