মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ০৭:৫৯:৪৪

‘সাসন বন্ধু নয় যে তার সঙ্গে হাত মেলাব’

‘সাসন বন্ধু নয় যে তার সঙ্গে হাত মেলাব’

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলে চলমান রিও অলিম্পিকের দশম দিনে(মঙ্গলবার) ইসরাইলি প্রতিদ্বন্দ্বী অর সাসনের কাছে হেরে প্রথা অনুযায়ী তার সঙ্গে হাত না মিলিয়েই সরে যান মিশরের জুডো কা এল সাহাবি। ১০০ কেজি ক্যাটাগরিতে অর সাসন শুরুতে একবার পেনাল্টির জালে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত ঠিকই সাহাবির বিপক্ষে জয় তুলে নেন তিনি।

খেলা শেষে অর সাসনের সঙ্গে হাত না মেলানোর কারণে সাহাবির ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি(আইওসি)। আইওসি  জানিয়েছে, সাহাবি যে আচরণ করেছেন সেটা অলিম্পিকের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। আমরা অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী সকল দেশের সকল অ্যাথলেটকে সমানভাবে সম্মান করি।

অন্যদিকে সাহাবি আন্তর্জাতিক রয়টার্সকে বলেছেন, আমি জুডোর সকল নিয়মকানুন মানতে বাধ্য। কিন্তু জয়-পরাজয় নির্ধারণ হওয়ার পর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে হাত মেলাতে হবে এমন বাধ্যবাধকতা জুডোর লিখিত নিয়ম-কানুনের মধ্যে আমার চোখে পড়ে নি। এটা বন্ধুর সঙ্গে বন্ধু করতে পারে। কিন্তু সে(অর সাসন) কোনোভাবেই আমার বন্ধু নয়।

সাহাবি আরও বলেন, কোনও ইহুদি বা অন্য ধর্মের কারো ব্যাপারে নেতিবাচক কিছু অনুভব করি না আমি। কিন্তু ব্যক্তিগত কারণে আপনি আমাকে বলতে পারেন না ঐ দেশের(ইসরাইল) যে কারো সঙ্গে হাত মেলাতে, বিশেষ করে অলিম্পিকের মঞ্চে যেদিকে সারা বিশ্ব তাকিয়ে আছে।
১৬ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে