মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ০৯:০৬:৪১

‘দেশকে দেওয়ার অনেক কিছু আছে মেসির’

‘দেশকে দেওয়ার অনেক কিছু আছে মেসির’

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির জাতীয় দল আর ক্লাব সতীর্থ হাভিয়ের মাসচেরানো বলেছেন, ফাইনালে(কোপা আমেরিকার) হারের পর লিও খুব হতাশ হয়েছিল। …টানা তিনটি ফাইনাল হারার পর নিজেকে চাঙ্গা রাখা খুব কঠিন। আমি মনে করি, অবসর নেওয়ার কথা লিও পুরোপুরি বলেনি, সে আসলে খুব হতাশ ছিল। কিন্তু আমার মনে হয়, বিষয়গুলো নিয়ে ভাবার পর সে উপলব্ধি করেছে দল আর দেশকে সে আরও অনেক কিছু দিতে পারে।

তিনি বলেন, সে সম্ভবত হারতে অভ্যস্ত নয় কারণ চমৎকার একটি ক্যারিয়ার তার। কিন্তু এটা খেলার অংশ। নিশ্চিতভাবেই বাছাইপর্বে পয়েন্ট তুলে নিতে হবে নতুন কোচকে। আমাদের ছয়টি গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে এবং সত্যি আমাদের পয়েন্ট পেতে হবে। তার নিশ্চিত করতে হবে আমরা সহজ বিষয়গুলো যেন ঠিকভাবে করি এবং যেখানে আমাদের উন্নতি করতে হবে বলে তিনি মনে করেন সে জায়গা গুলোয় উন্নতি নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, অনেক বছর ধরে আমরা কোনও শিরোপা জিতি নি; কিন্তু আমরা সব সময়ই প্রতিযোগিতা পূর্ণ ছিলাম। আমি খুশি যে সে সুখে আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আর্জেন্টিনাকে নিয়ে আপাতত মেসির মিশন রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব। আগামী সেপ্টেম্বরে উরুগুয়ে ও ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

প্রসঙ্গত, গত জুনের শেষ সপ্তাহে যুক্তরাজ্যে অনুষ্ঠিত কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউসার সঙ্গে কথা বলার পর ফেরার সিদ্ধান্ত নেন তারকা এই ফরোয়ার্ড।
১৬ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে