মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১৬, ১০:৩২:৪৬

বিশ্ব সেরা একাদশের হয়ে খেলবেন তামিম

বিশ্ব সেরা একাদশের হয়ে খেলবেন তামিম

স্পোর্টস ডেস্ক : ‘শান্তির জন্য খেলা’- স্লোগান সামনে রেখে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজন করবে নরওয়ের একটি ক্লাব। স্ক্যান্ডিনেভিয়ার দেশে শান্তির ওই ম্যাচ খেলতে যাবেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি সেখানে আমন্ত্রণ পেয়েছেন।

আগামী ১৯ আগস্ট টি-২০ ম্যাচটি হবে নরওয়ের রাজধানী অসলোর ক্রিস্টিয়ানা ক্রিকেট ক্লাবের মাঠে। ক্লাবটি বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতি উৎসবের অংশ হিসেবে এই ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে। ম্যাচটি হবে পাকিস্তান স্টার্স ও বিশ্বসেরা একাদশের মধ্যে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এরই মধ্যে খেলার অনুমতি পেয়েছেন দেশসেরা ওপেনার। আগামীকাল বুধবার ১৭ আগস্ট নরওয়ের ‍উদ্দেশ্যে দেশ ছাড়বেন তামিম। বিশ্রামের পর ১৯ আগস্ট মাঠে নামবেন তামিম।

সম্ভাব্য বিশ্ব সেরা একাদশ: শোয়েব আখতার, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইরফান, তামিম ইকবাল, মন্টি পানেসার, সিমন জনস, আব্দুর রাজ্জাক, সনাৎ জয়সুরিয়া ও ইমরান নাজির।

সম্ভাব্য পাকিস্তান স্টারর্সের একাদশ :
মিসবাহ-উল-হক, সাঈদ আজমল, কামরান আকমল, নাসির জামসেদ, জুনায়েদ খান, জুলফিকার বাবর, উমর তৌফিক, ফাওয়াদ আলম, মোহাম্মদ আসিফ ও উমর আকমল। তাদের সঙ্গে আরো ২ জন স্থানীয় খেলোয়াড় খেলবেন।
১৬ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে