বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ১০:১৯:১০

৪ গোল খেয়ে সেমিফানাল থেকে বিদায় নিলো ব্রাজিল

৪ গোল খেয়ে সেমিফানাল থেকে বিদায় নিলো ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: চোখের জলে ভাসছেন মার্তা। পাঁচ বারের বিশ্ব বর্ষসেরা ফুটবলার। চোখের জলে ভাসছে ব্রাজিল। রিও অলিম্পিকের স্বাগতিক। প্রথমবার অলিম্পিক নারী ফুটবলের সোনা জেতার মিশন ছিল রিও গেমসের স্বাগতিকদের।

কিন্তু সেমিফাইনালে পেনাল্টি শুট-আউটে মার্তাদের হৃদয় ভেঙেছে সুইডেন। ৪-৩ গোলের জয় নিয়ে ব্রাজিলকে বিদায় করে তারা উঠে গেছে ফাইনালে। জার্মানির সাথে শিরোপা লড়াইয়ে নামবে তারা।

ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ৭০,০০০ হাজার সমর্থক হাজির। তারা দেশের নারী দলকে ফাইনালে নিতে উৎসাহ দেওয়ার কমতি রাখেনি। কিন্তু সুইডেনের ডিফেন্সিভ ফুটবলের জয় হলো। কখনো তিন ফরোয়ার্ড, কখনো বা চারজনকে দিয়ে আক্রমণ করেও ব্রাজিল ফল পেল না।

গ্রুপ পর্যায়ে যাদের ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল তাদেরই সাথে গোলশূন্য ড্র'র পর নামতে হলো টাইব্রেকে। ভাগ্যের লড়াইয়ে। দুই দলই টাইব্রেকে জিতে উঠেছে সেমিফাইনালে। কিন্তু শেষ রক্ষা হলো না।

কিভাবে এই কষ্ট বোঝাবেন মার্তা? কখনো একটি বড় শিরোপা জিততে না পারার দুঃখ আর অভাবটা যে এবারো ঘুঁচাতে পারলেন না বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। চোখের জলেই বলে গেলেন, "এই হতাশার কথা কোনোভাবেই ভাষায় প্রকাশ করা সম্ভব না।"

সুইডেনের ক্লাব ফুটবলে গেলো চার বছর ধরে খেলেন মার্তা। আনন্দ-উৎসব কমলে মার্তাকে স্বান্তনা দিলেন সুইডিশ ফুটবলাররাও। মারাকানা কষ্ট পেলেও অসন্তুষ্ট না। ব্রাজিলের নারী ফুটবল দল হেরেও পেয়েছে বাহবা।

সুইডেন নারী দল এই প্রথম ফাইনালে উঠলো। অলিম্পিকের ফুটবলের পদকও পেলো এই প্রথম। হারলেও তো রুপা। এবারের আসরে কানাডা ছিল শক্তিশালী। তাদের ২-০ গোলে হারিয়ে জার্মানি উঠেছে ফাইনালে।
১৭ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে