বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ১২:৪৩:১৪

দুঃসংবাদ, অলিম্পিকে দুর্ঘটনায় জার্মানির কোচের মৃত্যু

দুঃসংবাদ, অলিম্পিকে দুর্ঘটনায় জার্মানির কোচের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : জার্মানির কোচের মৃত্যু। জার্মান অলিম্পিক দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রিও অলিম্পিকে জার্মান ক্যানো দলের কোচ স্টেফান হেঞ্জ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। ।  

গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার সময় দুর্ঘটনায় মারা যান তিনি। ক্রিস্টিয়ান তেমন গুরুতর আহত না হলেও মাথায় আঘাত পান হেঞ্জ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

সার্জারিও করানো হয় হেঞ্জকে। পরে হাসাপাতালের আইসিইউতে নেয়া তাকে। সেখানে মারা যান এই কোচ। ২০০৪ অলিম্পিকে রৌপ্যজয়ী জয় করেছিলেন ৩৫ বছর বয়সী এই কোচ।

জার্মান অলিম্পিক স্পোর্টস কনফেডারেশনের সভাপতি আলফন্স হোরমান শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে। জার্মান দলের প্রধান কর্মকর্তা মাইকেল ভেসপারও গভীর শোক প্রকাশ করেন তার মুত্যুতে।

তারা বলেছেন, ‘আমরা কতটা যে মর্মাহত হয়েছি তা বলে প্রকাশ করা যাবে না। এখন পুরো টিমই শোকে স্তব্ধ। রিওতে অংশ নিতে আসা আমাদের সব খেলোয়াড় ভেঙ্গে পড়েছে’।
১৭ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে