বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০১:০৭:৫২

ইংল্যান্ডের বহুল প্রত্যাশিত সেই দল এখন ঢাকায়

ইংল্যান্ডের বহুল প্রত্যাশিত সেই দল এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক : ঢাকায় এলো বহুল প্রত্যাশিত ইংল্যান্ডের সেই দল। বুধবার ঢাকায় আসে ইংল্যান্ড দল। ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড এর আগে যে সিদ্ধান্ত নেয় সে হিসাবে ঢাকায় এসেছে এই টিম।

ইসিবির নিরাপত্তা বিষয়ক পরামর্শক রেগ ডিক্যাসন, প্রফেশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিও) প্রধান নির্বাহী ডেভিড লেদারডেল ও ইসিবির ক্রিকেট অপারেশন্স ডিরেক্টর জন ক্যার ঢাকায় এসেছেন।

ইসিবির এই প্রতিনিধি দলটি চারদিন বাংলাদেশে অবস্থান করবে। প্রতিনিধি দলটি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের হাইকমিশনারের সাথে দেখা করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎ করবে এই টিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাৎ করতে চায় এই টিম।

দেশের বিভিন্ন স্টেডিয়াম ঘুরে দেখবে এ টিম। ইসিবির কাছে রিপোর্ট পেশ করবে তারা। তাদের দেয়া রিপোর্টের উপর নির্ভর করবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের শেষ ভাগ্য।

প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখার কথা ইংল্যান্ডের। বিসিবি জানায়, দুই টেস্ট আর তিন ওয়ানডে খেলার জন্য বাংলাদেশে আসবে ইংল্যান্ড।
১৭ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে