বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০১:৪৯:২৬

নতুন বিশ্বরেকর্ড করেছেন এই ‘শক্তিমান’ নারী

নতুন বিশ্বরেকর্ড করেছেন এই ‘শক্তিমান’ নারী

স্পোর্টস ডেস্ক: অলিম্পিকে নারীদের ডিসকাস থ্রোতে বিশ্বরেকর্ড করে ইতিহাস করেছেন ক্রোয়েশিয়ার শক্তিমান নারী সান্দ্রা পারকোভিচ। প্রথম অ্যাথলিট হিসেবে এই ইভেন্টে টানা দুইটি স্বর্ণ জিতেছেন এই ক্রোয়েশিয়া।অন্যদিকে মৌসুমের সেরা পারফরম্যান্স করে পুরুষদের ট্রিপল জাম্পে টানা দ্বিতীয় স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের ক্রিশ্চিয়ান টেইলর।

অলিম্পিকের গেলো কয়েকটি আসরেই ট্র্যাকে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্র-রাশিয়া ও জ্যামাইকার। তবে ফিল্ডের খেলা গুলোতে অন্যদেশগুলোও দেখায় তাদের নৈপুণ্য। অলিম্পিকের নারীদের ডিসিকাস থ্রো'তে নিজেরদের আধিপত্য ধরে রেখে ক্রোয়েশিয়া। টানা দ্বিতীয় স্বর্ণ জিতেছেন ২৬ বছর বয়সী অ্যাথলিট সান্দ্রা পারকোভিচ।

সোভিয়েত ইউনিয়নের নিনা রোমাশকোভার পর দ্বিতীয় অ্যাথলিট হিসেবে ডিসকাস থ্রোতে দুইটি স্বর্ণ জিতলেন পারকোভিচ। আর প্রথম অ্যাথলিট হিসেবে জয় করেন টানা দুইটি স্বর্ণ। গেলো অলিম্পিকে ৬৯.১১ মিটার দূরত্বে চাকতি নিক্ষেপ করে স্বর্ণ জয় করেন। এবার ছাড়িয়ে গেছেন সেই স্কোর। ৬৯. ২১ মিটার দূরত্বে নিক্ষেপ করে এবারের অলিম্পিকে ক্রোয়েশিয়াকে তৃতীয় স্বর্ণ এনে দেন তিনি।

আর রৌপ্য জিতেছেন ফ্রান্সের ৩৭ বছর বয়সী অ্যাথলিট মেলিনা রবার্ট মিকোন। নিজের ৫ম অলিম্পিকে এসে স্বর্ণ পদক জিতেলন এই ফরাসি। এর আগে অলিম্পিকের এই ইভেন্টে তার সর্বোচ্চ সাফল্য ছিল ৫ম। আর ৬৫.৩৪ মিটার দূরত্বে চাকতি নিক্ষেপ করে ব্রোঞ্জ জিতেছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কিউবার ডেনিয়া কাবালেরো।

এদিকে পুরুষদের ট্রিপল জাম্পে নিজের আধিপত্য ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের ক্রিশিয়ান টেইলর। ১৭ দশমিক ৮৬ মিটার লাফ দিয়ে অলিম্পিকে নিজের দ্বিতীয় স্বর্ণ জয় করেন ২৬ বছর বয়সী এই অ্যাথলিট। যা এবারের মৌসুমে তার সেরা স্কোর। এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকেও এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন ট্রিপল জাম্পের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন।

১৭.৭৬ মিটার লাফ দিয়ে রৌপ্য জিতেছেন টেইলরের স্বদেশী উইল ক্লেই। আর ১৭.৫৮ মিটার লাফ দিয়ে ব্রোঞ্জ জিতেছেন চীনের ডং বিন। তিন অ্যাথলিটই প্রথম লাফে নিজেদের সর্বোচ্চ দূরত্ব পার করেন।
১৭ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে