বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৫:৫৫:০১

‘১৫ জন স্পিনারই খুব দক্ষ’

‘১৫ জন স্পিনারই খুব দক্ষ’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) হাই পারফরম্যান্স(এইচপি) ইউনিটের ১৫ স্পিনারকে নিয়ে কাজ করার এরই মধ্যে ঢাকায় এসেছেন ভারতের বাঁহাতি স্পিনার ভেঙ্কটপতি রাজু।

এইচপির স্পিনারক নিয়ে প্রথম দিন কাজ করার সংবাদমাধ্যমেরও মুখোমুখি হয়ে ভেঙ্কটপতি রাজু বলেন, ভারত ও শ্রীলঙ্কার মতো বাংলাদেশেরও মূল শক্তির জায়গা স্পিন। বয়সভিত্তিক পর্যায় থেকেই আমরা প্রচুর স্পিনার পেয়ে থাকি। এখানেও সেই পর্যায় থেকে উঠে আসা প্রচুর স্পিনারের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ ব্যাপার। এই ১৫ জন ছেলে স্পিনার হিসেবে খুবই দক্ষ।

তিনি বলেন, আমরা শুধু বলছি ওরা যেন আরেকটু রিলাক্স হয়ে বোলিংটা করে। এবং বোলিংয়ে বৈচিত্র্য যেন আরো বাড়ায়। লক্ষ করলে দেখবেন এখনকার ছেলেদের বেশির ভাগই জোরের ওপর বল করার চেষ্টা করে বেশি। সীমিত ওভারের ক্রিকেটে জোরের ওপর বল করেই কাজ শেষ বলে মনে করে। এ জন্যই ওদের বৈচিত্র্যের দিকে মনোযোগী হতে বলেছি।

তিনি আরও বলে, ক্রিকেটের প্রতি বাংলাদেশের ভালোবাসাটা আমরা সবাই জানি। বিসিবিও সঠিক পথেই ক্রিকেটকে এগিয়ে নিচ্ছে। সামনেই গুরুত্বপূর্ণ সিরিজ (ইংল্যান্ডের বিপক্ষে)। এর আগে হাই পারফরম্যান্স কার্যক্রম চালু করাটা দারুণ উদ্যোগ।
১৭ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে