বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৬:১৯:৫২

ইংল্যান্ডের সব শর্ত মানবে বিসিবি

ইংল্যান্ডের সব শর্ত মানবে বিসিবি

স্পোর্টস ডেস্ক : দ্বি-পাক্ষিক সিরিজগুলোতে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, ইংল্যান্ডের জন্য ঠিক তেমন পরিকল্পনাই থাকবে। এছাড়া তারা (ইংল্যান্ড) যদি বাড়তি কিছু চায়, সেক্ষেত্রে আমাদের তা দেওয়ার চেষ্টা করবো। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও আমাদের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। আমরা তাদের যে কোনও চাহিদাই পূরণ করতে সক্ষম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বুধবার সাংবাদিকদের এসব কথা বলেন।

নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, মূলত রুটিন ওয়ার্ক হিসেবে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ডের নিরাপত্তা পরিদর্শক দল। ইংল্যান্ড দল যেখানে যেখানে খেলবে তারা সেসব জায়গা পরিদর্শন করবেন। হোটেল এবং অনুশীলন সুবিধাগুলো পর্যবেক্ষণ করবেন। এছাড়া আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা এবং মেডিক্যাল পরিকল্পনা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমাদের নিরাপত্তা বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে দলটি।

তিনি আরও বলেন, কোনও দ্বি-পাক্ষিক সিরিজ শুরু হওয়ার আগে এটা একটি প্রক্রিয়া। যে কোনও সফরের আগেই এটা হয়ে থাকে। ইতোমধ্যেই তারা ভারত সফর শেষ করে এসেছে। দেশে ফিরে গিয়েই হয়তো রিপোর্ট দেবে। আশা করি দ্রুতই আমরা এ ব্যাপারে জানতে পারবো।

নিরাপত্তা পরিদর্শক দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারে কি এবারে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে আমরা কিছু জানি না।

প্রসঙ্গত, শিডিউল অনুযায়ি আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। সফরে দুটি টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে ইংলিশরা। তবে সবকিছু নির্ভর করছে আজ বুধবার বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপর। তারা ইতিবাচক রিপোর্ট দিলেই সফরটি আলোর মুখ দেখবে।
১৭ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে