বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৭:৫৭:২৯

‘টাইগাররা জানে কীভাবে জিততে হয়?’

‘টাইগাররা জানে কীভাবে জিততে হয়?’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলোয়াড়রা আগের চেয়ে এখন বেশি পেশাদার। তারা জিততে শুরু করেছে। তারা জানে জিততে কেমন লাগে, জিততে কি প্রয়োজন। এ বিষয়গুলোতে তারা আস্তে আস্তে উন্নতি করছে। বাংলাদেশের ক্রিকেট উন্নতির ধারায় আছে। আমরা তিন বছর আগে যেমন ছিলাম, তার চেয়ে অনেক এগিয়েছি। তিন বছর পর হয়তো আরও এগিয়ে যাবো।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইংল্যান্ড সিরিজ উপলক্ষে বাংলাদেশ দলের ৩০ সদস্য বিশিষ্ট প্রাথমিক দলে ডাক পাওয়া শাহরিয়ার নফীস এসব কথা বলেন।

শাহরিয়ার নফীস বলেন, আমি জাতীয় দলে তিন বছর ছিলাম না কিন্তু এই পরিবেশ আমার জন্য নতুন নয়। পেছনে নয় বছরের অভিজ্ঞতা আছে। আমাকে সানন্দেই গ্রহণ করেছেন তারা। ড্রেসিং রুম খুব উপভোগ করছি। নতুন ম্যানেজমেন্টের সঙ্গে অল্প সময়ে খুব কাছে যেতে পেরেছি। আলহামদুলিল্লাহ্‌ কোচের সাড়া ভালো।

তিনি আরও বলেন, এখন চেষ্টা করবো তাদের কাছ থেকে যত বেশি শিখে নিজের খেলাটা আরও উন্নতি করতে পারি। জাতীয় দলের বর্তমান নিয়মে যাতে অবদান রাখতে পারি সেটাও আমার লক্ষ্য থাকবে।

উল্লেখ্য, প্রায় তিন বছর পর ডাক পেয়েছেন নফীস।
১৭ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে