বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৮:০৭:১৯

মোস্তাফিজ দেশে ফিরছেন শুক্রবার

মোস্তাফিজ দেশে ফিরছেন শুক্রবার

স্পোর্টস ডেস্ক : অ্যান্ড্রু ওয়ালেসের সঙ্গে দেখা করে আজ সুখবরই শুনেছেন মোস্তাফিজুর রহমান। অস্ত্রোপচার পরবর্তী কোনও জটিলতা নেই তার বাঁ কাঁধে। বরং এখন পর্যন্ত হওয়া উন্নতিতে সন্তুষ্ট ওয়ালেস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীর সঙ্গে আগামী শুক্রবারই লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন বাঁহাতি এই পেসার।

ওয়ালেসের সঙ্গে দেখা করতে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ফোর্টিয়াস হাসপাতালে যান মোস্তাফিজ। পরীক্ষা নিরীক্ষা করে তার অবস্থার উন্নতিতে সন্তুষ্টি জানিয়েছেন এই শল্যবিদ।

দেবাশীষ চৌধুরী বলেছেন, মোস্তাফিজের ক্ষত শুকিয়ে আসছে এবং আগামী শুক্রবারেই লন্ডন থেকে রওনা দেবেন তারা। মোস্তাফিজকে পুনর্বাসনের একটি পরিকল্পনা দেওয়া হয়েছে। ঢাকায় ফিরে সেটাই অনুসরণ করা হবে।

সবকিছু ঠিকঠাক থাকলে ৫ মাসের মধ্যে মোস্তাফিজ সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন বলে আশা দেবাশিষের। তবে টেনিস বলে বোলিং শুরু করতে পারবেন এক মাস পর থেকেই। ব্যাটিংও করতে পারবেন তখন থেকেই।-প্রথম আলো
১৭ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে