বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৮:৪৩:৩০

পাকিস্তান ক্রিকেটের সমর্থক বোল্ট

পাকিস্তান ক্রিকেটের সমর্থক বোল্ট

স্পোর্টস ডেস্ক : সারা বিশ্বের যেকোনো দেশের পত্রিকার শিরোনামে এখন একটাই নাম - উসাইন বোল্ট। এই গতি দানব গত রবিবার রাতে রিওতে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে অলিম্পিকে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেছেন।

মাত্র ৯.৮০ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করে স্বর্ণ জেতেন ২৯ বছর বয়সী বোল্ট। অলিম্পিকের ময়দানে ১০০ মিটারের দৌড়ে টানা তিন বার সোনা – ভাবা যায়? অবিশ্বাস্য আর অভাবনীয় ঘটনাটাই ঘটিয়ে ফেলেছেন উসাইন বোল্ট। তবে, ট্র্যাকের এই মহারাজা যে ক্রিকেটেরও দারুণ ভক্ত সেটা অনেকেরই অজানা।

পাকিস্তান ক্রিকেটেরও বড় ভক্ত বোল্ট। ছয় বছর বয়স থেকেই পাকিস্তানের ক্রিকেটের নিয়মিত খবর রাখেন তিনি। আর পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক কোচ ওয়াকার ইউনুসের ইনসুইং ইয়র্কারও নাকি ভাল লাগতো গতি দানবের।

এ প্রসঙ্গে বোল্ট বললেন, ছোট বেলা থেকেই ওয়াকার ইউনুসকে আমার ভাল লাগতো। কারণ, ওর ইনসুইং ইয়র্কারটা অসাধারণ। ছয় বছর বয়স থেকে আমি পাকিস্তান ক্রিকেটের সমর্থক ছিলাম। ওদের খেলতে দেখতে আমার দারুণ লাগতো।

বোল্টের এমন বক্তব্যে নি:সন্দেহে ওয়াকার ইউনুস গর্বিত হতেই পারেন!
১৭ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে