বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ০৮:৫৯:০৬

দলের বাইরে ভিন্স

দলের বাইরে ভিন্স

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সিরিজের ৪র্থ টেস্টে ১০ উইকেটে হেরেছে ইংল্যান্ড। এর ফলে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-২ ব্যবধানে সমতা আনে মিসবাহ উল হকের দল। অপরদিকে এগিয়ে থেকেও সিরিজ ড্রয়ে সন্তুষ্ট নন ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কোচ ট্রেভর বেলিস।

পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক অ্যালিস্টার কুক ও তিন নম্বরের ব্যাটসম্যান জো রুট ৬৬.৭৮ গড়ে ৯৩৫ রান করলেও টপ অর্ডারের অপর তিনজন অ্যালেক্স হেলস, জেমস ভিন্স ও গ্যারি ব্যালেন্স মিলে করেছেন ৪৯৮ রান। তিনজনের সম্মিলিত রানের গড় ২২.৬৩।

এমন অবস্থায় বাংলাদেশ ও ভারত সিরিজকে সামনে রেখে দলের প্রয়োজনেই কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ইসিবি)। ইংল্যান্ডের কোচ ট্রেভর বেলিস বলেন, আমার মনে হয় না ভিন্সকে দিয়ে আর হবে। এটা দু:খজনক যে ও দারুণ একজন ক্রিকেটার হওয়া সত্ত্বেও মানসিকতার দিক থেকে অনেক পিছিয়ে। তবে, হেলস নি:সন্দেহে বিমানে চড়বে। ওর আক্রমণাত্মক মানসিকতা বাংলাদেশ-ভারতের মাটিতে খুবই দরকার।

সূচী অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। আগামী ৭ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একই মাঠে পরের ম্যাচ ৯ অক্টোবর। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে । এদিকে একই ভেন্যুতে ২০ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট।
১৭ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে