বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ১০:১৩:১৫

‘অলিম্পিকে সোনার দাবিদার নেইমার’

‘অলিম্পিকে সোনার দাবিদার নেইমার’

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো সোনা জয়ে মিশনে থাকা ব্রাজিল দলের সদস্য গ্যাব্রিয়েল জেসুস বলেছেন, নেইমার একজন ভালো খেলোয়াড়। তার খেলার মান সবারই জানা। নেইমার সোনা জিততে পারলে আমি খুশি হব। অলিম্পিকে সোনার দাবিদার আমাদের অধিনায়ক। শুধু তার জন্যই না, দলের সবার জন্য এটা(স্বর্ণ পদক জয়) ভালো হবে। ফাইনালের টিকিট পেতে হন্ডুরাসের বিপক্ষে ভালো খেলতে হবে।

তিনি আরও বলেছেন, অলিম্পিকের ফুটবলে ব্রাজিলের মেয়েদের ব্যর্থতা নিয়ে আমি ভাবছি না। তবে তারা দারুণ খেলেছে। টাইব্রেকারে হেরে যাওয়া সবসময়ই খারাপ নয়। এটা আমাদের খেলায় প্রভাব ফেলবে না।

আজ সেমিফাইনালের লড়াইয়ে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচ জিতে অলিম্পিকের প্রথমবারের মতো সোনা জয়ের আরও কাছে চলে যেতে চাইবে তারা।

ব্রাজিলের চেয়ে শক্তিমত্তায় অনেক পিছিয়ে হন্ডুরাস। তারপরও যেহেতু তারা সেমিফাইনালে এসেছে, তাই খাটো করে দেখার কোনও সুযোগ নেই। ঘরের মাঠে প্রার্থিত স্বর্ণ জয়ের পথে এগিয়ে জেতে হলে হন্ডুরাসের বিপক্ষে ব্রাজিলকে শতভাগ দিয়েই খেলতে হবে। এটা হয়তো নেইমারদের অজানা নয়। তারপরও ঘরের মাঠে ফেভারিট হিসেবে মাঠে নামবে নেইমার-বাহিনীই।
১৭ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে