বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ১০:২২:৪১

আশরাফুল কেন খেলতে পারবে না?

আশরাফুল কেন খেলতে পারবে না?

স্পোর্টস ডেস্ক : আমি মনে করি এখনো দলে ফেরার সময় রয়েছে আশরাফুলের। আপনি পাকিস্তানের মিসবাহ-ইউনিসকে দেখেন, তাদের বয়সও কিন্তু ৪০ এর আশেপাশে কিন্তু তারা এখনো খেলছে এবং সেঞ্চুরিও করছে। বর্তমানে তার বয়স এখন ৩২, দুই বছর পর হবে ৩৪। তাহলে আশরাফুল কেন পারবে না?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এসব কথা বলেছেন।

তিনি বলেন, তার যখন বয়স ১২ কি ১৩ তখন থেকেই তাকে আমি ভালো করেই চিনি। তার টেকনিক এবং স্কিল নিয়ে আমার কোন আশঙ্কা নেই। এই ধরণের কর্মকাণ্ডে তাকে জড়িত হতে দেখে সত্যিই খারাপ লেগেছিল। কিন্তু এখন তার ক্রিকেটে ফেরা নিয়ে আমি বেশ উজ্জীবিত।

তিনি আরও বলেন, কিন্তু আমি চাই সে ঘরোয়া ক্রিকেটে খেলুক, এখনই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার চিন্তা ভাবনা না করুক। তাঁকে আগে ক্রিকেটটা উপভোগ করতে দিন তারপর না বুজা যাবে ভবিষ্যতে তাঁর জন্য কি অপেক্ষা করছে।

বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারিতে লিপ্ত থাকায় ২০১৩ সালের ১৩ আগস্ট থেকে সকল ধরণের ক্রিকেট থেকে বহিষ্কৃত হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেটে ফিরছেন তিনি। তবে এখনই আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ না করতে পারলেও খেলতে পারবেন ঘরোয়া ক্রিকেট লিগ এবং বিপিএল টি২০।
১৭ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে