বুধবার, ১৭ আগস্ট, ২০১৬, ১০:৩৬:২৩

অলিম্পিকে খেলতে আসার জন্য ভিক্ষা!

অলিম্পিকে খেলতে আসার জন্য ভিক্ষা!

স্পোর্টস ডেস্ক : এরই মধ্যে অলিম্পিকে বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছেন মেক্সিকোর বক্সার মিসায়েল রড্রিগেজ। তবে ব্রোঞ্জ নয়, পরবর্তী দুটো ম্যাচ জিতে সোনা জেতাই লক্ষ্য

এখনও অলিম্পিকে কোনও পদক জেতেনি মেক্সিকো। এ বার হয়ত মিসায়েলের হাত থেকেই মেক্সিকো পাবে অলিম্পিকের প্রথম পদক। তবে এই স্বপ্ন সফল করার পথটা সহজ ছিলো না মিসায়েলের জন্য।

অথচ কয়েক মাস আগেও ছবিটা ছিল একেবারেই আলাদা। বক্সিং থেকে কোনও পদকের সম্ভাবনা নেই, এই অজুহাতে দেশের বক্সারদের জন্য প্রায় কোনও টাকাই খরচ করেনি মেক্সিকো সরকার। ফলে চূড়ান্ত অনিশ্চিত হয়ে পড়ে মিসায়েলদের রিও যাত্রা।

মিসায়েল বলেন, সেই সময়ে টাকা তুলতে মেক্সিকোর রাস্তায়, বাসে ভিক্ষা করেছি আমি। যে কোনও মূল্যে রিও আসতে চেয়েছিলাম। সে দিন মানুষ আমার পাশে না দাঁড়ালে আজ আমি এখানে আসতে পারতাম না। একমাত্র সোনা জিতেই এই ঋণ শোধ করতে পারব আমি।

সেমিফাইনালে অন্যতম ফেভারিট উজবেকিস্তানের বেকতেমির মেলিকুজিয়েভের মুখোমুখি হবেন মিসায়েল। মেক্সিকো তো বটেই,  আগামীকাল বৃহস্পতিবারের সেই লড়াইয়ের দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব।
১৭ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে