বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ১২:২৬:১৯

ইতিহাস সৃষ্টি করে হন্ডুরাসকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল

ইতিহাস সৃষ্টি করে হন্ডুরাসকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : এই না হলে পাঁচবারের চ্যাম্পিয়ান! অলিম্পিকের ইতিহাসে দ্রুততম গোল করে ব্রাজিলকে রিও অলিম্পিকে পুরুষদের ফুটবলে ফাইনালে নিয়ে গেলেন অধিনায়ক নেইমার। তিনি শুরু ১৪ সেকেন্ডের মাথায় প্রথম লক্ষ্য ভেদ করেন। একেবারে শেষমুহূর্তে পেনাল্টি থেকে আরও একটি গোল করেন বার্সোলোনার এই তারকা। ৬-০ গোলের বড় ব্যবধানে প্রতিপক্ষ হন্ডুরাসকে উড়িয়ে ব্রাজিল পৌঁছে গেলো ফাইনালে।

দেশের মাটিতে অনুষ্ঠিত অলিম্পিক আসরে দেশকে সোনা এনে দেওয়ার লক্ষ্যে কোপা আমেরিকায় খেলেননি নেইমার। অলিম্পিকের প্রথম দিকে নিজেকে ঠিক মতো মেলে ধরতে পারছিলেন না। গোলও পাচ্ছিলেন না। কিন্তু চ্যাম্পিয়নরা তো আসল সময়েই জ্বলে ওঠেন। ওস্তাদের মার তো শেষ রাত্রীতেই হয়! ঠিক সেভাবেই সেমিফাইনালে নিজের সেরাটা দেখালেন নেইমার।

১৫ সেকেন্ডে প্রথম গোল হজম করার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি হন্ডুরাস। গ্যাব্রিয়েল জেসাস প্রথমার্ধে আরও দুটি গোল করে ব্রাজিলকে ৩-০ এগিয়ে দেন। ৫১ মিনিটে ব্যবধান বাড়ান মার্কিনহোস। ৭৯ মিনিটে ৫-০ করেন লুয়ান। ইনজুরি টাইমে হন্ডুরাসের কফিনে শেষ পেরেক পুঁতে দেন নেইমার।

২০১৪ সালের বিশ্বকাপে চোটের জন্য জার্মানির বিরুদ্ধে খেলতে পারেননি নেইমার। ব্রাজিল ১-৭ গোলে সেই ম্যাচ হেরেছিল। অলিম্পিকে নেইমার খেললেন এবং দলকে ৬ গোলের ব্যবধানে জেতালেন। এবার তিনি ফাইনালে জার্মানিকে চাইছেন। বিশ্বচ্যাম্পিয়ন হারিয়ে বিশ্বকাপে লজ্জাজনক হারের বদলা নেওয়াই নেইমার ও ব্রাজিলের এখন একমাত্র লক্ষ্য।
১৮ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে