বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৯:৪৮:১৫

ফিলিস্তিনি পতাকায় সয়লাভ পুরো স্টেডিয়াম

ফিলিস্তিনি পতাকায় সয়লাভ পুরো স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক : আলোচিত ইসরাইলের হ্যাপোয়েল বিয়ার শেভা ক্লাবের বিরুদ্ধে বুধবার গ্লাসগো সেলটিকসের একটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচ চলাকালে বিপুল সংখ্যেক দর্শক ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করে। ইসরাইলের বিরুদ্ধে সেলটিকসের ম্যাচে ফিলিস্তিনি পতাকায় সয়লাভ পুরো স্টেডিয়াম।

এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে স্টেডিয়ামের কর্মকর্তারা। কিন্তু তাতেও কাজ হয়নি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কটিশ স্টেডিয়ামটি ভরে যায় ফিলিস্তিনি পতাকায়।

'প্যালেস্টাইন অ্যালাইন্স' নামের একটি গ্রুপের অ্যাক্টিভিস্টরা এই উদ্যোগ নেয়। তারা ১৯৪৮ সালের যুদ্ধের স্মরণে ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি পতাকা উড়ায়।

নাকবা বা বিপর্যয় নামের ওই যুদ্ধের ফলেই লাখ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়ে পড়ে। জেরুসালেম পোস্টের খবরে বলা হয়,  ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইয়িং প্লেঅফের এ ম্যাচের এক সপ্তাহ আগে থেকেই গ্রুপটি এই প্রস্তুতি নিতে থাকে।

এর মাধ্যমে ইসরাইলি বর্ণবাদী, উপনিবেশবাদী আচরণের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। এ খেলায় সেলটিক এফসি ৫-২ গোলে হ্যাপোয়েলকে পরাজিত করে।
১৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে