বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ১০:১৪:৫৯

‘আমাকে একাদশে নেয়া হলেও খুশি, না নিলেও খুশি’

‘আমাকে একাদশে নেয়া হলেও খুশি, না নিলেও খুশি’

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক তারকা শাহরিয়ার নাফীস নতুন করে জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায়। জাতীয় দলের অন্যতম সেরা এ মেধাবী ক্রিকেটার বলেছেন মুগ্ধ হওয়ার মত বেশ কিছু কথা।

মিরপুরে এক সাক্ষাৎকারে শাহরিয়ার নাফীস বলেছেন, আমাকে জাতীয় দলের একাদশে রাখা হলেও খুশি আর না রাখা হলেও খুশি। তিনি তার এ বক্তব্যর ব্যাখ্যাও দিয়েছেন। শাহরিয়ার নাফীস বলেছেন, এখন এখন একটি জায়গার জন্য ৫-৬ জন লড়াই করছে। এটি দলের জন্য ভালো।

তিনি বলেন, যতবেশি প্রতিযোগিতা বাড়বে দল তত শক্তিশালী হবে। তার নিজের দলে সুযোগ পাওয়াটাও কঠিন হতে পারে বলে মনে করেন নাফীস। নাফীস বলেন, আমি টপঅর্ডারে খেলার চেষ্টা করব। সুযোগ পেলে অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। শাহরিয়ার নাফীস বলেন, দলে সুযোগ পেলে খুশি তো হবই। তবে না পেলেও খুশি হব।

এর কারণ হিসেবে তিনি বলেন, বিসিবি আমার পরিবর্তে যাকে দলের জন্য বিবেচনা করবে সে আমার চেয়ে ভালো ক্রিকেটারই হবে। আর এটা দলের জন্য ভালো হবে বলে মনে করেন শাহরিয়ার নাফীস।
১৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে