বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ১০:২৬:০২

স্বপ্ন সফল করতে রাস্তায় ভিক্ষা করেছিলেন এই তরুণ

স্বপ্ন সফল করতে রাস্তায় ভিক্ষা করেছিলেন এই তরুণ

স্পোর্টস ডেস্ক: নিজের স্বপ্ন সফল করতে মেক্সিকোর রাস্তায় নেমে ভিক্ষা করেছিলেন এই তরুণ। আজ তিনি নায়ক হয়ে বনে যাচ্ছেন।

রাস্তায় ভিক্ষা করা রিওর মঞ্চে আজ স্বর্ণ জেতার অন্যতম দাবিদার মিসায়েল রড্রিগেজ। মেক্সিকোর এ বক্সার ৭৫ কেজি বিভাগে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছেন।

তবে ব্রোঞ্জ নয়, পরবর্তী দুটি ম্যাচ জিতে স্বর্ণ জেতাই লক্ষ্য মিসায়েলের। এখন পর্যন্ত অলিম্পিকে একটি পদকও জেতেনি মেক্সিকো। ফলে এবারের অলিম্পিকে দেশের প্রথম পদক যে মিসায়েলের হাত থেকেই আসছে, তা নিয়ে সন্দেহ নেই।

অথচ কয়েক মাস আগেও ছবিটা ছিল একেবারেই আলাদা। বক্সিং থেকে কোনো পদকের সম্ভাবনা নেই, এই অজুহাতে দেশের বক্সারদের জন্য প্রায় কোনো অর্থই খরচ করেনি মেক্সিকো সরকার। ফলে অনিশ্চিত হয়ে পড়ে মিসায়েলদের রিও যাত্রা।

‘সেই সময়ে অর্থ তুলতে মেক্সিকোর রাস্তায়, বাসে ভিক্ষা করেছি আমি। যে কোনো মূল্যে রিওতে আসতে চেয়েছিলাম। সেদিন মানুষ আমার পাশে না দাঁড়ালে আজ আমি এখানে আসতে পারতাম না। একমাত্র স্বর্ণ জিতেই এই ঋণ শোধ করতে পারব আমি’, বললেন মিসায়েল।

সেমিফাইনালে অন্যতম ফেভারিট উজবেকিস্তানের বেকতেমির মেলিকুজিয়েভের মুখোমুখি হবেন মিসায়েল। মেক্সিকো তো বটেই, আজ সেই লড়াইয়ের দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব। পারবেন কি মিসায়েল তার স্বপ্নকে বাস্তব করতে? দেশকে প্রথম স্বর্ণ এনে দিতে? জানতে অপেক্ষা আর কিছুক্ষণের।
১৮ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে