বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৩:৫৮:৩৬

‘ফাইনাল ম্যাচে জার্মানি দলকে উচিত শিক্ষা দেবে ব্রাজিল’

‘ফাইনাল ম্যাচে জার্মানি দলকে উচিত শিক্ষা দেবে ব্রাজিল’

স্পোর্টস ডেস্ক: ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানদের কাছে ৭-১ গোলে হারের দুঃসহ স্মৃতিটা নিশ্চয় তারা ভোলেনি। দগদগে ক্ষতে প্রলেপ দেওয়া সেই ক্ষত এখনও আছে ব্রাজিলিয়ান সমর্থকদের। তাই ব্রাজিলিয়ান সমর্থকরা এবার আশা নিয়ে বসে আছেন অলিম্পিকের ফাইনাল ম্যাচে জার্মানি দলকে হারিয়ে উচিত শিক্ষা দেবে তাদের প্রিয় দল।

চলমান রিও অলিম্পিকে দ্বিতীয় সেমিফাইনালে হন্ডুরাসকে ৬-০ গোলে উড়িয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে ব্রাজিল। অন্যদিকে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে রিও-র হেভিওয়েট মহারণে জার্মান৷

এবার রিও-তে সোনার পদকের জন্য লড়াইয়ে নামবে টুর্নামেন্টের সেরা দুই দল ব্রাজিল ও জার্মানি৷ জার্মানি-ব্রাজিলের ফাইনাল ম্যাচ আগামী শনিবার। তবে প্রতিপক্ষ জার্মানি বলেই ব্রাজিলিয়ানদের মনে জ্বলছে কঠিন প্রতিশোধের আগুন।

দু’বছর আগে এই অভিশপ্ত দেশেই জার্মানি ৭-১ গোলে ব্রাজিলকে সেমিফাইনালে হারিয়েছিল৷ নেইমারদের সামনে বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ চলে এল এবার৷এখন থেকেই ফুটবলপ্রেমীরা সেই ম্যাচের জন্য প্রহর গুনছেন৷এখন দেখার প্রত্যাবর্তন নাকি পরিবর্তনের স্বাক্ষী থাকে দু’দেশ৷
১৮ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে