বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৫:২৪:২২

‘নেইমার একটা দানব’

‘নেইমার একটা দানব’

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাতে প্রথম সেমি ফাইনালে হন্ডুরাসকে ৬-০ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ব্রাজিল।

ম্যাচ শেষে নেইমারকে কিভাবে বর্ণনা করবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ব্রাজিলের অলিম্পিক দলের কোচ রজেরিও মিকালে বলেন, একটা দানব!... সে মুগ্ধ করে।

তিনি বলেন, তার প্রতিভা আছে। …তার মতো আরও খেলোয়াড় খুঁজে পেতে আমরা জানতে চাই সে কিভাবে উন্নতি করেছে। আমরা বোঝার চেষ্টা করে যাব, আমি স্বীকার করছি যে এটা জটিল।

তিনি আরও বলেন, লড়াইয়ে(ফাইনালে জার্মানির বিপক্ষে) ঘাটতি থাকবে না আমাদের। শুরু থেকেই ম্যাচটি নিয়ন্ত্রণ করার দিকে নজর দেব আমরা। আমাদের ফুটবল মান সম্পন্ন, আমরা কঠোর পরিশ্রমও করি। আমরা একটি দল হিসেবে খেলছি। দারুণ এই স্বপ্ন অর্জনে আমাদের আশা করার পেছনে এটা একটা কারণ। সোনা জিততে আমরা আমাদের সেরাটা দেব।

ম্যাচের পঞ্চদশ সেকেন্ডেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার, যেটা অলিম্পিক ফুটবলে দ্রুততম গোলের রেকর্ড। ব্রাজিলের হয়ে সর্বশেষ গোলটিও করেন তিনি।
১৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে