বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৬:০৩:২৪

‘সুবহানাল্লাহ, ইসলাম গ্রহণ করছেন পারনেল’

‘সুবহানাল্লাহ, ইসলাম গ্রহণ করছেন পারনেল’

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েইন পারনেল। ২০০৯ সালে এই নামেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে তার অভিষেক হয়। কিন্তু ২০১১ সালের জানুয়ারি থেকে নতুন ধর্ম ও নাম গ্রহণ করেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণ করেন তরুণ এ পেসার। আগের নাম পাল্টে ইসলামি নাম ‘ওয়ালিদ’ গ্রহণ করেন।

অবশ্য, ক্রিকেট বিশ্বে এখনও তিনি ওয়েইন পারনেল নামেই পরিচিত। দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন গত বছর জুনে। কিছু দিন আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রী আয়েশা বাকের একজন ফ্যাশন ব্লগার। সোমবার দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে জিনাতুল ইসলাম মসজিদে ৪০০ জন অতিথির উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

পারনেল তথা ওয়ালিদ ছাড়াও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে আরও দু’জন মুসলিম খেলোয়াড় নিয়মিত। তারা হলেন হাশিম আমলা ও ইমরান তাহির। এছাড়া দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজিও একজন মুসলিম।

পারনেলের ইসলাম গ্রহণের পর অনেকে মনে করেছিলেন, এই তিনজনের প্রভাবে তিনি নতুন ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু পারনেল নিজেই তখন বিষয়টি স্পষ্ট করেন। জানান, কারও প্রভাবে নয়, বরং ইসলাম ধর্ম সম্পর্কে পড়াশুনা করে তিনি এই ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ হয়েছেন।

পারনেলের ইসলাম ধর্ম গ্রহণের সেই মুহূর্তের ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করে তার ওপরে আমলা লিখেছেন, ওই মুহূর্তে ওয়ালিদের অনুভূতি কল্পনা করতে পারেন? প্লিজ বন্ধুদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটি শেয়ার করুন।
১৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে