বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৭:৫৬:১২

আজ বিসিবিতে অনুশীলন করলেন আশরাফুল

আজ বিসিবিতে অনুশীলন করলেন আশরাফুল

সোর্টস ডেস্ক : তিন বছরের নিষেধাজ্ঞা শেষ হলে দুই দিন আগে ব্যক্তিগত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) কার্যালয়ে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর প্রথমবারের মতো অনুশীলন করলেন আশরাফুল। অনুশীলন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আশরাফুল বলেন, তিন বছর পাঁচ মাস পর এখানে অনুীশলন করছি। এর আগে তের বছর জাতীয় দলে খেলেছি। অথচ গত তিনটি বছর এখানে অনুশীলন করতে পারি নি। আজ খুব ভালো লাগছে দ্বিতীয় সুযোগ পেয়ে। আশা করি বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারবো। এখানকার সুযোগ-সুবিধা ব্যবহার করে যেন ভালো ভালো ইনিংস উপহার দিতে পারি- সেটাই লক্ষ্য থাকবে আমার।

তিনি বলেন, গত তিন বছর আমি নিজে নিজে অনুশীলন করেছি। ওয়াহিদ স্যার এবং ইমরান স্যারের কাছ থেকেও সহযোগিতা নিয়েছি। ক্রিকেট বোর্ডের অধীনে মিরপুরে অনুশীলন করতে পারিনি শুধু। এখন সে সুযোগ পেয়েছি। সবার সহযোগিতা হয়তো পাব। কোচিং স্টাফ, ট্রেনারদের একটা সাহায্য পাব।

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই খেলা প্রচুর দেখতাম। শেষ তিন বছরে খেলার বাইরে থাকায় আরও বেশি খেলা দেখার সুযোগ পেয়েছি। এই তিন বছরে ক্রিকেট অনেক এগিয়ে গেছে। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট আসার পর থেকে। অবশ্যই এখনকার ক্রিকেট যেভাবে চলছে নিজেকে সেভাবে মানিয়ে নিতে চেষ্টা করবো। এটাই আমার লক্ষ্য থাকবে।
১৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে