বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ০৯:২১:১৩

প্রত্যেক খেলোয়াড়কে ১,০১,০০০ টাকা দেবেন সালমান

প্রত্যেক খেলোয়াড়কে ১,০১,০০০ টাকা দেবেন সালমান

স্পোর্টস ডেস্ক : বলিউডের তারকা খ্যাত অভিনেতা সালমান খানকে রিও অলিম্পিকে ভারতীয় দলের শুভেচ্ছাদূত বানানো নিয়ে দেশটির ক্রীড়াঙ্গন রীতিমতো বিভক্ত হয়ে গিয়েছিল। কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিং, কুস্তিগির যোগেশ্বর দত্তসহ ভারতীয় ক্রীড়াঙ্গনের অনেক পরিচিত মুখই সালমান খানকে শুভেচ্ছাদূত বানানোর কড়া সমালোচনা করেছেন। এমনকি এ নিয়ে খোলা অনলাইন পিটিশনে সই করেছেন বলিউডেরও অনেকে।

মিলখা সিং বলেছিলেন, যে মানুষটি খেলাধুলার সঙ্গে জড়িত নন, তাকে ভারতীয় অলিম্পিক কমিটি কীভাবে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয়। যদি জনপ্রিয়তাই এই পদের মূল বিষয় হয়, তাহলে অলিম্পিকে ক্রীড়াবিদের জায়গায় বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের পাঠিয়ে দিলেই তো হয়!

সালমান খানের বাবা সেলিম খান বলেছিলেন, সালমান অভিনেতা হলে কী হবে, তার ক্রীড়া প্রতিভাও কম নয়। তার পুত্র নাকি একাধারে একজন সাঁতারু, সাইক্লিস্ট, কুস্তিগির ও ভারোত্তোলক! এতগুলো খেলায় যার অংশগ্রহণ ছিল, তিনি অলিম্পিকে শুভেচ্ছাদূত হওয়ার অধিকার পেতেই পারেন।

বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন সালমানও। তিনি বরং খুশি এসব নিয়ে এত কথা হচ্ছে। কারণ, তাকে দূত হওয়ার অন্যতম উদ্দেশ্যই ছিল অলিম্পিক নিয়ে দেশের মানুষের মধ্যে আগ্রহ জাগানো, সেটা তো এক অর্থে সফল। এবারের মতো ভারতে আর কোনোবারই অলিম্পিক নিয়ে এত শোরগোল হয়নি! দূত হিসেবে সালমানের আরেকটি কাজ ভারতের অলিম্পিক দলকে উজ্জীবিত রাখা।

যাকে নিয়ে এত তর্ক-বিতর্ক সেই সালমানই রিও অলিম্পিকে ভারতের প্রত্যেক অ্যাথলিটকে ১ লক্ষ ১ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
১৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে