বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ১০:১০:৫৬

ফেরাটাকে স্মরণীয় করলেন গুল

  ফেরাটাকে স্মরণীয় করলেন গুল

স্পের্টস ডেস্ক : স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ ডাবলিনের দ্য ভিলেজে টসে হেরে আগে ব্যাট করে ৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৭ রান করে পাকিস্তান।

ওপেনিংয়ে ব্যাট করতে এসে অধিনায়ক আজহার আলি ১২ বল খেলে মাত্র ১ রান করে আউট হয়ে যান। তবে আরেক ওপেনার শারজিল খান শুরু থেকে এখন পর্যন্ত লড়ে যাচ্ছেন। এরপর মোহাম্মদ হাফিজ ৫৯ বল খেলে ৩৭ রান করে আউট হন।

হাফিজ আউট হলে বাবর আজম ২৯ বলে ২৯ রান করে আউট হন। এরপর উইকেট রক্ষক সরফরাজ আহমেদ ৭ বল থেকে মাত্র ২ রান করে আউট হন। তখনও ব্যাট হাতে একাধারে লড়াই যান ৬১ বলে সেঞ্চুরি করা শারজিল। পাকিস্তানের ইতিহাসে ৪র্থ দ্রুততম সেঞ্চুরি করেছেন আজ তিনি। অবশেষে ৯টি ছয় ও ১৬টি চারের সাহায্যে ৮৬ বলে ১৫২ রান করে মাঠ ছাড়েন তিনি।

এর পর মোহাম্মদ নওয়াজ ৫০ বলে ৫৩ রান করে আউট হয়ে যান। এর ব্যাটিংয়ে আসেন ইমাদ ওয়াসিম। ইনিংস শেষে শোয়েব মালিক ৩৭ বলে ৫৭ ও ইমাদ ওয়াসিম ২ বলে কোনও রান না করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এখন জয়ের লক্ষ্যে ব্যাট করছে আয়ারল্যান্ড। মোহাম্মদ আমিরের বল মোকাবেলা করতে গিয়ে তার ২য় বলেই আউট হয়ে যান আইরিশ ওপেনার পল স্টার্লিং। এর পর উইলিয়াম পোর্টারফিল্ডও ২২ বলে ১৩ রান করে আউট হয়ে যান উমর গুলের বলে। ইনিংসের ৮ম ও নিজের ৩য় ওভারের ৩য় বলেই পোর্টারফিল্ডকে বোল্ড করেন গুল।

 এখন ২৪ বলে ৯ রান করা এড জয়েস ও ৬ বলে ১ রান করা নেইল ও ব্রেইন ব্যাট করছেন।

এই প্রতিবেদন প্রকাশের পূর্ব মুহূর্ত পর্যন্ত আয়ারল্যান্ড ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮ রান সংগ্রহ করেছে।
১৮ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে