শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ০৯:২১:২১

আইসিসিতে ‘ভারত-পাকিস্তান’ খেললো বাঘ-হরিণের লড়াই!

আইসিসিতে ‘ভারত-পাকিস্তান’ খেললো বাঘ-হরিণের লড়াই!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সর্বোচ্চ প্রতিষ্ঠান আইসিসি। উপমহাদেশের দুটি দল ভারত-পাকিস্তানের অসম লড়াই এখানে। এবার আইসিসিতে এই দুটি দেশ খেললো যেন বাঘ-হরিণের লড়াই।

ক্রিকেটের মাঠে এই দুটি দেশের লড়াই দেখাটা কতটা যে জনপ্রিয় তা বলে শেষ করা যাবে না। ভারত-পাকিস্তানের ম্যাচ হলে অনেক লাভবান হয় আইসিসি। অর্থনৈতিক কারণে আইসিসিও চায় ভারত ও পাকিস্তানের বেশি বেশি ম্যাচ হোক।

কিন্তু ইদানিং আইসিসির বিভিন্ন আসর ছাড়া ভারত ও পাকিস্তানের হচ্ছে না। এ কারণে প্রতিটি বড় আসরের একই গ্রুপে ভারত ও পাকিস্তানকে রাখতে চেষ্টা করে আইসিসি।

এবার আইসিসির পয়েন্ট টেবিলে মিললো অন্যরকম এক চিত্র। দেখে নিন এটি-  

অবস্থান      দল     রেটিং পয়েন্ট
১      ভারত     ১১২
২     পাকিস্তান     ১১১
৩     অস্ট্রেলিয়া     ১০৮
৪     ইংল্যান্ড     ১০৮
৫     নিউজিল্যান্ড     ৯৯
৬     শ্রীলংকা     ৯৫
৭     দক্ষিণ আফ্রিকা     ৯২
৮     ওয়েস্ট ইন্ডিজ     ৬৫
৯     বাংলাদেশ     ৫৭
১০     জিম্বাবুয়ে     ০৮

এটি আইসিসিতে ১০ শীর্ষ টেস্টখেলুড়ে দেশের র‌্যাকিং ও অবস্থান। হরিণ ২২ হাত লাফাতে পারলে নাকি বাঘ সেখানে সমর্থ হয় ২১ হাত যেতে। দুটি তুমুল প্রতিযোগিতার দেশ ভারত ও পাকিস্তানের পয়েন্ট ব্যবধান মাত্র ১।

পাকিস্তান ইংল্যান্ডের সাথে আর একটি ম্যাচ জিততে বা ড্র করতে পারলে পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকত। আইসিসিতে দুই প্রতিবেশির শীর্ষ অবস্থান নজড়কাড়ার মত।
১৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে