শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ১০:২৬:০৫

আজ থেকে মাঠে গড়াবে মেসিদের লা লীগা যুদ্ধ

আজ থেকে মাঠে গড়াবে মেসিদের লা লীগা যুদ্ধ

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লীগার নতুন মৌসুম মাঠে গড়াচ্ছে আজ থেকে। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় প্রথম ম্যাচটিতে মালাগার বিপক্ষে নামবে নতুন দল ওসাসুনা।

গতবারের ১৭টি দলের সঙ্গে এবার নতুন দল হিসেবে লা লীগায় উঠে এসেছে ওসাসুনা, দেপোর্তিভো অ্যালাভেস ও সিডি লেগানিস। গত আসরে পয়েন্ট তালিকার তলানিতে থাকায় দ্বিতীয় বিভাগে অবনমিত হয়ে গেছে স্পোর্টিং গিজন, ভ্যালেন্সিয়া ও ভিয়ারিয়াল।

প্রথম দিনের আরেকটি ম্যাচে মুখোমুখি হবে দেপোর্তিভো লা করুনা এবং এইবার। স্পেনের শীর্ষ ফুটবল লীগ হিসেবে এটি হতে যাচ্ছে লা লীগার ৮৬তম আসর। নতুন মৌসুমে বদলে গেছে লা লীগার স্পন্সর।

বিবিভিএর বদলে লা লীগার সঙ্গে দেখা যাবে সানতান্দার ব্যাংকের নাম। গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনা এবার প্রথম ম্যাচ খেলতে নামবে রিয়াল বেটিসের বিপক্ষে শনিবার। অলিম্পিক খেলতে ব্রাজিল দলের সঙ্গে থাকায় নেইমার প্রথম ম্যাচে নেই। তবে লিওনেল মেসি-লুইস সুয়ারেজসহ প্রথম সারির বাকি সবাই আছেন দলের সঙ্গে।

ট্রেবলে চোখ রাখা বার্সেলোনা লীগে নামার আগে অবশ্য ফুরফুরে মেজাজে আছে। বুধবার রাতে সেভিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি। গত সপ্তাহের প্রথম লেগেও ২-০য় জয় পান লুইস এনরিকের শিষ্যরা। ন্যু ক্যাম্পের দ্বিতীয় লেগে প্রথম একাদশে সুয়ারেজ খেলেননি। তিন গোলের দুটি করেন আর্দা তুরান, অন্যটি মেসির।

এদিকে দুই মাস আগে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ এবার লা লীগায় বিশেষ মনোযোগ দিয়েছে। জিনেদিন জিদান তার দল নিয়ে নামবেন রোববার। তবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলা ম্যাচটিতে ক্রিশ্চিয়ানো রোনালদো আর করিম বেনজেমা থাকছেন না। পর্তুগালের হয়ে ইউরো খেলার সময় চোট পাওয়া রোনালদো মাঠে ফিরবেন ২৭ আগস্ট।
১৯ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে