শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ১০:৪৩:১৬

দেশকে কিছু দিতে চাই, এজন্য যা দরকার করবো: আশরাফুল

দেশকে কিছু দিতে চাই, এজন্য যা দরকার করবো: আশরাফুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে শনিবার (১৩ আগস্ট) থেকে মুক্ত হয়েছেন। বিপিএল কেলেঙ্কারীতে আশরাফুলকে প্রথমে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। পরে আপিল করলে শর্তসাপেক্ষে তিন বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে আইসিসি আগেই শর্ত দিয়েছিল, তিন বছর পর আশরাফুলের উপর নিষেধাজ্ঞা উঠে গেলেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ও জাতীয় দলে খেলতে পারবেন না আশরাফুল। তবে এখন থেকে বিসিবির সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন তিনি।  বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে যেন নতুন জীবন শুরু হলো আশরাফুলের।

নিজ উদ্যোগে এই তিন বছর অনুশীলন চালিয়ে গেলেও, বিসিবির অবকাঠামো ব্যবহার করতে পারেন নি। তাই এতোদিন পর মিরপুরে ইনডোরে অনুশীলনে যেন অতি ব্যস্ত ছিলেন আশরাফুল। আর অনুশীলনে সবার সহযোগিতা কামনা করে আশরাফুল বলেন, “শেষ তিন বছর কিন্তু আমি নিজে নিজে অনুশীলন করেছি ওয়াহিদ স্যারের (ওয়াহিদুল হক গনি) কাছে, ইমরান স্যারের (সারোয়ার ইমরান) কাছে। ক্রিকেট বোর্ডের অধীনে মিরপুরে অনুশীলন করতে পারিনি। এখন সে সুযোগ পেয়েছি। সবার সহযোগিতা হয়তো পাবো। কোচিং স্টাফ, ট্রেনারদের সহায়তাও পাবো।”

এদিকে মিরপুরে অনুশীলনের সর্বশেষ তারিখও মনে রেখেছেন এই ক্রিকেটার। তিনি বলেন, “তিন বছর পাঁচ মাস পর এখানে অনুশীলন করছি। ১৩ বছর ক্রিকেট খেলেছিলাম জাতীয় দলে, প্র্যাকটিস করতে পারছিলাম না। আজ খুব ভালো লাগছে দ্বিতীয় সুযোগ পেয়ে। আশা করি বাকি জীবনটা যেন ভালোভাবে কাটাতে পারি। এখানকার সুযোগ-সুবিধা ব্যবহার করে যেন ভালো ভালো ইনিংস উপহার দিতে পারি সেটাই আমার লক্ষ্য থাকবে।”
 
নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সবার ভালোবাসা ও সাপোর্টে মুগ্ধ আশরাফুল দেশের জন্য কিছু করতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি ১৬ বছরে যেই ভালোবাসা পেয়েছি, বিশেষ করে শেষ তিন বছর খেলার বাইরে থাকার পরও যে সাপোর্ট পেয়েছি আমার ভক্ত, পরিবার, বন্ধু-বান্ধব ও কাছের মানুষের কাছে…তাদের জন্য হলেও আমি দেশকে কিছু দিতে চাই। এটার জন্য যত হার্ডওয়ার্ক প্রয়োজন আমি সেটা করবো।”

এই তিন বছরে আশরাফুলকে ক্রিকেট খেলতে অনেক দূরে যেতে হয়েছে। নিষেধাজ্ঞার এই সময়টিতে সাধারণত বন্ধুদের সাথে ঢাকার ছোট ছোট মাঠে খেলতেন আশরাফুল। এছাড়া সিলেটের কুলাউড়া ও বারলেখাও খেলেছেন তিনি। মুস্তাফিজুর রহমানের এলাকায় সাতক্ষীরাতেও খেলতে যান আশরাফুল। অন্যদিকে দেশের বাহিরের কিছু টুর্নামেন্টে অংশ নেন আশরাফুল। ২০১৪ ও ২০১৫ সালে আমেরিকায় কিছু ম্যাচ খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল। এদিকে এই বছরে যুক্তরাজ্যেও কিছু ম্যাচ খেলেন এই লিটিল মাস্টার।

অন্যদিকে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়েই ফেরার অপেক্ষায় আছেন আশরাফুল। সাধারণত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্ণামেন্টে সেরা পারফর্ম করা ক্রিকেটাররাই খেলে থাকেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন আশরাফুল এনসিএল খেলতে পারবেন কিন্তু ফ্যাঞ্চাইজি ও নির্বাচকদের উপর তা নির্ভর করছে।-বিডি ক্রিকটিম
১৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে