শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ১১:১৪:৩১

দুই মার্কিন সাঁতারুকে আটক করেছে ব্রাজিলের পুলিশ, উত্তেজনা

দুই মার্কিন সাঁতারুকে আটক করেছে ব্রাজিলের পুলিশ, উত্তেজনা

স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকে অংশ নিতে আসেন তারা। এ দুই মার্কিন সাঁতারু—জ্যাক কোঞ্জার ও গানার বেন্টজ। এই জনকে নিয়ে দুই দেশের মধ্যে শুরু হয়  উত্তেজনা। উত্তেজনার কারণটি বেশ ভাবনার।

এই দুই সাঁতারু ব্রাজিল ছেড়ে নিজ দেশে যাচ্ছিলেন। ফ্লাইট থেকে তাদের ফিরিয়ে এনেছে ব্রাজিলের পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে, ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ করেছে বেশ কয়েকজন মার্কিন সাঁতারু।

ঘটনা বৃহস্পতিবার স্থানীয় সময় রাতের। অলিম্পিকের ইভেন্ট শেষ হওয়ার পর রিওর একটি ক্লাবে পার্টি করতে গিয়েছিলেন মার্কিন সাঁতারুদের কয়েকজন। সেখান থেকে বের হওয়ার পর তারা ছিনতায়ের কবলে পড়ে।

সাঁতারুরা অভিযোগ করে বলেন, গাড়িতে এসে পুলিশ পরিচয় দিয়ে তাদের সবকিছু ছিনতাই করে নিয়ে যায়। এ নিয়ে ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে উত্তেজনার সৃষ্টি হয়। ব্রাজিলের ভাবমূর্তি ক্ষুণ্নের এই চেষ্টার বিরুদ্ধে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই মার্কিন সাঁতারুকে আটক করে।

এদিকে ব্রাজিলের আদালত মার্কিনি সাঁতারুদের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছেন এবং তাঁদের পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন। ফলে তাদের ব্রাজিল ত্যাগে আইনি বাধা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটিও চাপ সৃষ্টি করছে অলিম্পিকের নিরাপত্তা কমিটির উপর।
১৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে