শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ১১:৪৭:৫০

ব্যাট হাতে শোয়েব মালিকের পিলেচমকানো তাণ্ডব, থমকে গেলো ইতিহাস

ব্যাট হাতে শোয়েব মালিকের পিলেচমকানো তাণ্ডব, থমকে গেলো ইতিহাস

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের ব্যাটিংয়ে জয়জয়কার। শোয়েব মালিকের ব্যাটিংয়ে ওয়ানডে ক্রিকেটে এলো টি-টোয়েন্টির মারকাটকাট ব্যাটিংয়ের ঝড়। থমকে গেলো ইতিহাস। ইতিহাসে ব্রেক থ্রু এনেছে পাকিস্তান।

এই ঝড়ের সুবাধে পাকিস্তানের ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ফাঁকে অ্যায়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে ওয়ানডে ম্যাচে মাঠে নামে পাকিস্তান। মালিকের আগে ব্যাট হাতে পিলেচমকানো ঝড় তোলেন সারজিল খানও।

এ ম্যাচে পাকিস্তান ২৫৫ রানের বিশাল ব্যবধানে ওয়ানডে ম্যাচে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা জয় পায়। সারজিলের আউট হওয়ার পরে পাকিস্তানকে রান পাহাড়ে নেয়ার কাজটা করেন মালিক।

৩৭ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন শোয়েব মালিক। দুটি ছক্কা ও ছয়টি চার মারেন তিনি। কর্তৃপক্ষের সিদ্ধান্তে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ৪৭ ওভারে। আর ৪৭ ওভারেই ৩৩৭ রান তোলে পাকিস্তান। এর জবাবে ব্যাট করতে নেমে ৮২ রানেই গুটিয়ে যায় অ্যায়ারল্যান্ড।  

ফলে ইতিহাসের অন্যতম সেরা জয়টি পায় পাকিস্তান। ম্যাচে আমির, ইমাদ ও গুল অবিশ্বাস্য বোলিং প্রদশর্নী দেখান। যা দীর্ঘদিন রেখাপাত হয়ে থা্কবে দর্শকদের হৃদয়ে।
১৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে