শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ১১:৪৮:৪৫

৫ বোলারকে বোলিং অ্যাকশন শোধরানোর নির্দেশ দিয়েছে বিসিবি

৫ বোলারকে বোলিং অ্যাকশন শোধরানোর নির্দেশ দিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক: সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে অভিযুক্ত ১০ বোলারের মধ্যে ৫ বোলারকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাদের বোলিং অ্যাকশন শোধরানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

তারা হচ্ছেন, গাজী গ্রুপ ক্রিকেটার্সের অফ স্পিনার মুস্তাফিজুর রহমান বাবু সহ মোহামেডানের বাঁহাতি স্পিনার ফয়সাল হোসেন ডিকেন্স, কলাবাগান ক্রীড়া চক্রের অফ স্পিনার শরিফউল্লাহ, লিজেন্ডস অব রূপগঞ্জের অফ স্পিনার আসিফ আহমেদ রাতুল ও আবাহনীর বাঁহাতি স্পিনার অমিতাভ কুমার নয়ন। তাদের সব অ্যাকশনই অবৈধ বলে রায় দিয়েছে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি।

এদিকে, সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে অভিযুক্ত ১০ বোলারের মধ্যে তিনজনকে সন্দেহমুক্ত ঘোষণা করে খেলার ক্লিয়ারেন্স দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোলিং অ্যাকশন রিভিউ কমিটি।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের বাঁহাতি স্পিনার মনিরুল ইসলাম, মোহামেডানের বাঁহাতি স্পিনার নাঈম ইসলাম জুনিয়র, ব্রাদার্স ইউনিয়নের অফ স্পিনার সঞ্জিত সাহা দিপ ক্লিয়ারেন্স পেয়েছেন।

এ ছাড়াও প্রাইম দোলেশ্বরের বাঁহাতি স্পিনার রেজাউল করিম রাজিব আর্ম বল ছাড়া সব বল করতে পারবেন। ক্রিকেট কোচিং স্কুলের ডান হাতি মিডিয়াম পেসার সাইফুদ্দিন আহমেদ স্লোয়ার ডেলিভারি ছাড়া সব বল করতে পারবেন। তারা শর্তস্বাপেক্ষ ক্লিয়ারেন্স পেয়েছেন।
১৯ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে