শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ০১:৪১:৫৫

মোহাম্মদ আলী এবং পেলেদের মতো কিংবদন্তি হতে চান বোল্ট

মোহাম্মদ আলী এবং পেলেদের মতো কিংবদন্তি হতে চান বোল্ট

স্পোর্টস ডেস্ক: সর্বকালের সেরা ক্রীড়াবিদ মোহাম্মদ আলী। আর সর্বকালের সেরা ফুটবলার তর্ক সাপেক্ষে ব্রাজিলের পেলে। তাহলে সর্বকালের সেরা স্প্রিন্টার কে? আমাদের উত্তরটা হতে পারে উসাইন বোল্ট।

বোল্টও নিজেকে সর্বকালের সেরা স্প্রিন্টার মনে করেন। কিন্তু তিনি মোহাম্মদ আলী ও পেলের মতো কিংবদন্তি হতে চান। তাদের সঙ্গে একই কাতারে নিজের নাম দেখতে চান। এমন ইচ্ছার কথা নিজেই জানালেন জ্যামাইকার এ গতিমানব।

রিও-অলিম্পিকে ইতিমধ্যে তিনি ১০০ ও ২০০ মিটারের সোনা জিতেছেন। বেইজিং ও লন্ডনের পর এই দুই ইভেন্টে তিনি সোনা জয়ের হ্যাটট্রিক করলেন। অলিম্পিকে আট ফাইনালে অংশগ্রহণ করে সবগুলোতেই সোনা জিতেছেন। এখন তিনি সোনা জয়ে হ্যাটট্রিকের হ্যাটট্রিকের পথে। দলীয় ৪১০০ রিলেতে সোনা জিতলেই তিনি সেটা করে ফেলবেন।

আর সামনের ওই সোনা জিতলেই তিনি মোহাম্মদ আলী ও পেলের কাতারে নাম লেখাবেন বলে মনে করেন বোল্ট। ২০০ মিটারে সোনা জয়ের পর বোল্ট বলেন, আমার আর প্রমাণ করার কিছুই নেই। সর্বকালের সেরা স্পিন্টার হওয়ার জন্য এরচেয়ে ভাল আর কে করতে পারবে? আমি মোহাম্মদ আলী ও পেলের মতো সর্বকালের সেরা হওয়ার চেষ্টা করছি।

আশা করছি, এই অলিম্পিক শেষে তাদের কাতারেই আমার নাম থাকবে। আমি অপেক্ষা করছি, সামনে সাংবাদিকরা আমাকে কিভাবে মূল্যায়ন করে তা দেখার জন্য। তিনি আরও বলেন, ‘আমি স্প্রিন্টকে আগের চেয়ে আকর্ষণীয় করে তুলেছি। আমি মানুষকে এই খেলা দেখার প্রতি আগ্রহী করে তুলেছি। স্প্রিন্টকে আমি অন্য একটি পর্যায়ে উন্নীত করেছি।-এমজমিন
১৯ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে