শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ০১:৫৯:২৫

কালপাগেকে উচিত শিক্ষা দিয়েছে বিসিবি

কালপাগেকে উচিত শিক্ষা দিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক : কোচ কালপাগের কথা আগে থেকেই শুনে আসছেন। নানা কূটচালের জনক তিনি। কালপাগেকে উচিত শিক্ষা দিয়েছে বিসিবি। টাইগারদের শ্রীলঙ্কান সহকারী কোচ রুয়ান কালপাগেকে ছাঁটাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, বিসিবির দেওয়া ই-মেইলের কোনও উত্তর দেননি কালপাগে। কোনো যোগাযোগ করেননি তিনি।

জালাল ইউনুস জানিয়েছেন, আমরা তাকে ১৬ আগস্টের মধ্যে ফেরার জন্য চিঠি দিয়েছিলাম। কিন্তু সে কোনও উত্তর দেয়নি। তাই তার সঙ্গে আর চুক্তি রাখছে না বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী এর আগে বলেছিলেন, কালপাগের বিরুদ্ধে আইনি ব্যবস্থাই নেবে বিসিবি। ২০১৯ সাল পর্যন্ত চুক্তি ছিলো তার। তার চুক্তিও বাতিল করেছে বিসিবি।
১৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে