শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ০৩:০৪:৫৫

জার্মানিকে ৭-১ গোলের লজ্জায় ডোবানোর হুমকি দিয়েছে ব্রাজিল!

জার্মানিকে ৭-১ গোলের লজ্জায় ডোবানোর হুমকি দিয়েছে ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক: নিজেদের ঘরে মাঠ মারাকানা স্টেডিয়ামে ১০১৪ সালের বিশ্বকাপের সেই দুঃস্বপ্ন এখনও তাড়িয়ে বেড়াচ্ছে ব্রাজিল দল। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের লজ্জায় ডুবেছিল সেলেকাওরা। আর তাতে অন্ধকারে ডুবে গিয়েছিল ব্রাজিলের ফুটবল। দুঃস্বপ্নের সেই রাত ভুলতে পারেননি নেইমাররা?

২০১৬ সালে ঘরের মাঠে চলছে অলিম্পিকের আসর। ফাইনালে সেই জার্মানিকেই পেল ব্রাজিল। ম্যাচটিকে ঘিরে আলোচনায় থাকছে বিশ্বকাপের ৭-১ গোলের হার। মারাকানায় এবার প্রতিশোধের মিশনে নামবে ব্রাজিল।

কালো রাতের (বিশ্বকাপ) বদলা নেওয়ার সুযোগ ব্রাজিলের সামনে। জার্মানিকে জার্মানিকে ‘৭-১`এর লজ্জায় ডোবানোর হুমকি দিয়েই রাখলো ব্রাজিল!

ব্রাজিলের অলিম্পিক দলের সদস্য সান্তোস যদিও এড়িয়ে গেছেন বিশ্বকাপের ম্যাচের প্রসঙ্গ। তবে জার্মানির বিপক্ষে সেই ফল (৭-১) উল্টো দেয়ার ইঙ্গিত দিলেন তিনি। এর জন্য অবশ্য বিধাতার ইচ্ছাকে সহায় ভাবছেন তিনি।

সান্তোস বলেন, আমি এটাকে (ফাইনাল) প্রতিশোধ হিসেবে দেখি না। তবে আমাদের কাছে এটা একটা সুযোগ। সমর্থকরা যে কঠিন হারের কথা বলেন, সেটা উল্টে দেওয়ার একটা সুযোগ হবে এটা। ঈশ্বর চাইলে, আমরা এই স্কোর লাইনটা উল্টে দিতে পারি।
১৯ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে