শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬, ০৩:২০:০৯

অবিশ্বাস্য জাদুতে এবার পাকিস্তানের হয়ে ৫ উইকেট নিলেন ইমাদ ওয়াসিম

অবিশ্বাস্য জাদুতে এবার পাকিস্তানের হয়ে ৫ উইকেট নিলেন ইমাদ ওয়াসিম

স্পোর্টস ডেস্ক : সিপিএল জুড়ে আলোচনায় ছিলেন ইমাদ ওয়াসিম। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দলে ছিলেন না তিনি। সিপিএলে জ্যামাইকা তালাওয়াসকে শিরোপা জিতিয়ে যোগ দেন পাকিস্তান শিবিরে।

ওয়ানডে ম্যাচে দলের হয়ে অবিশ্বাস্য জাদু দেখান তিনি। সিপিএলে একটি ম্যাচে রেটিং পয়েন্টে তিনি ছাড়িয়ে যান মুস্তাফিজুর রহমানের বোলিংকে। এক বিস্ময়বালকের নাম হয়ে উঠেছেন ইমাদ ওয়াসিম।

এই ইমাদ পাকিস্তান টিমকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার যোগ্যতা রাখেন। এক ম্যাচেই নয় ধারাবাহিক পারফর্মে মুগ্ধ করছেন তিনি। অ্যায়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তান নিজেদের ইতিহাসের বড় চেয়ে বড় জয়টি পায়।

২৫৫ রানের ব্যবধানে ওয়ানডে ক্রিকেটে জয় পেয়ে নজির সৃষ্টি করে পাকিস্তান। এই জয়ে অনবদ্য ভূমিকা কার এটি হয়তো অনেকের অজানা। এই ম্যাচে অ্যায়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে গুটিয়ে যায় মাত্র ৮২ রানে।

ইমাদের ম্যাজিকের কথা শুনলে অবাকই হতে হয়। পূর্ণঙ্গভাবে মাত্র ৫টি ওভার বল করার সুযোগ পেয়েছেন তিনি। বল হাতে নিয়েছেন ৫টি উইকেট। ৫.৪ ওভারে তিনি রান দিয়েছেন মাত্র ১৪টি।

তবে ইমাদের সাথে জানানো যাক ডাবলিনে ওই ম্যাচে পাকিস্তানি বোলারদের আরও ক্যারিশমাটিক কয়েকটি তথ্য। মোহাম্মদ আমির এদিন ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ৭ রান। শোয়েব মালিক এক ওভারে দিয়েছেন ১ রান।

ওমরগুল ৫ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। পাকিস্তানের বোলারদের এক রাজকীয় দিনে ইতিহাস! তবে ব্যাটসম্যানরা ৪৭ ওভারে ৩৩৭ রান করেছেন। সেরাটা দিয়েছেন তারাও।
১৯ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে