শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৬:৫১:২০

‘মিসবাহর অসুস্থ শ্বশুরের জন্য দোয়া করুন’

‘মিসবাহর অসুস্থ শ্বশুরের জন্য দোয়া করুন’

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মিসবাহ উল হক ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সফর করেছিলেন ইংল্যান্ডে। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টে সিরিজে মিসবাহর নেতৃত্বেই পাকিস্তান ড্র করেছে।

চার টেস্টে মিসবাহর সংগ্রহ ২৮২ রান। ১টি সেঞ্চুরি ও  ২টি হাফ সেঞ্চুরিও করেছেন। এই সিরিজে ২-২ ব্যবধানে ড্র করেছে তারা। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন মিসবাহ। পাকিস্তানের এই ক্রিকেটার ৪২ বয়সেও দিব্যি খেলছেন। শুধু খেলছেন তাই নয়, এক রকম প্রতাপশালী ব্যাটসম্যানের মতোই খেলছেন তিনি।

এরই মধ্যে সাংবাদিকদের মিসবাহ জানিয়েছেন, আমি আসলে লম্বা সময়ের জন্য খেলতে প্রস্তুত। আর সেটার মধ্য দিয়ে আমি একটি বিশ্ব রেকর্ড গড়তে চাই। আমি আসলে ৫০ বছর বয়স পর্যন্ত খেলতে চাই।

ইংল্যান্ডের বিপক্ষে ড্র করার কারণে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে পাকিস্তান। সবকিছু মিলিয়ে ফুরফুরে মেজাজেই থাকার কথা মিসবাহর। কিন্তু এর মধ্যেও দুঃসংবাদ পেয়েছেন তিনি। তার শ্বশুর অসুস্থ।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘মিসবাহ উল হকের শ্বশুর ও মিসেস মিসবাহর(উজমা খান) বাবার হার্ট অ্যাট্যাক ও প্যারালাইসিসি অ্যাট্যাক হয়েছে। আপনাদেরকে অনুরোধ করছি তার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন।
২০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে