শনিবার, ২০ আগস্ট, ২০১৬, ০৮:৪৩:৫৫

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে নতুন নিয়ম

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে নতুন নিয়ম

স্পোর্টস ডেস্ক : আসন্ন ইংল্যান্ড-পাকিস্তানের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নতুন একটি নিয়ম যোগ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। এই সিরিজে বোলারদের সামনের পায়ের ‘নো’ বল পরীক্ষামূলকভাবে সামনের পায়ের ‘নো’ বল ডাকবেন তৃতীয় আম্পায়ার।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, টিভি আম্পায়ারকে সহায়তা করতে রান আউটের জন্য ব্যবহৃত চারটি ক্যামেরার ছবি থাকবে একটি স্ক্রিনে। এতে থাকবে ভিডিওর ‘স্লো মোশন রিপ্লে’ দেখা ও ‘ফরোয়ার্ড-রিওয়াইন্ড’ করার ব্যবস্থাও।   
 
টিভি আম্পায়ারের সঙ্কেত পেতে মাঠের আম্পায়ারদের পরনে থাকবে একটি ‘পেজার ওয়াচ’; ‘নো’ বল ডাকা হলে যা কেঁপে উঠবে। তবে এভাবে সঙ্কেত পাঠাতে ব্যর্থ হলে প্রচলিত পদ্ধতিতে মাঠের আম্পায়ারকে নো বল হওয়ার কথা জানাবেন তৃতীয় আম্পায়ার।
 
সিরিজে কেবল কোনো ভেন্যুতে পার্শ্ব ক্যামেরা অনুপস্থিত থাকলেই মাঠের আম্পায়ার সামনের পায়ের ‘নো’ বল ডাকবেন।
 
আগামী বুধবার সাউথ্যাম্পটনে হবে প্রথম ওয়ানডে। তার আগে আম্পায়ারের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আইসিসিরি আম্পায়ার-রেফারি বিভাগের জেষ্ঠ্য ব্যবস্থাপক অ্যাড্রিয়ান গ্রিফিথ। এই ট্রায়ালের ফলাফল তারা আইসিসির ক্রিকেট কমিটিকে জানাবেন; যারা আইসিসিকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পরামর্শ দেবেন।
২০ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে