সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ১০:৫০:২০

প্রতিটি দিন ঈদের দিন হবে তাসকিনের!

প্রতিটি দিন ঈদের দিন হবে তাসকিনের!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ‘নির্ভরযোগ্য’ পেসার তাসকিন আহমেদ বলেছেন, নিষিদ্ধ শব্দটি আসার পর থেকে প্রতিটি দিনই একটু অন্য রকম ছিল। শব্দটি উঠে গেলে প্রতিটি দিনকেই ঈদের দিন বলে মনে হবে।

তিনি আরও বলেন, ম্যাট্রিক পরীক্ষার আগে সবারই একটা প্রস্তুতি থাকে। এরপর যেদিন শুনবেন যে ১০ তারিখ থেকে পরীক্ষা, তখন কিছুটা নির্ভার লাগে। পরীক্ষার তারিখ ঠিক হওয়ায় আমারও খুব ভালো লাগছে। আশা করছি পরীক্ষা ভালো হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের বিশেষজ্ঞরা সন্তুষ্ট। এমনকি আমিও সন্তুষ্ট। সবাই মানসিকভাবে সমর্থন দিচ্ছে। আমিও কঠোর অনুশীলন করেছি। বাকি সব আল্লাহর ইচ্ছে। মাহবুব আলী জাকি(বিসিবির পেস বোলিং কোচ) স্যার অনেক সাহায্য করেছেন। উনি আমাকে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট থেকে দেখছেন। জাতীয় দলের কোচ হাথুরুসিংহেও সাহায্য করছেন।

আগামী ৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ফ্লাইটে ওঠার কথা তাসকিন ও আরাফাদ সানির। ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের গবেষণাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষাও দুজনে দেওয়ার কথা একই দিনে, ৮ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, সর্বশেষ টি২০ বিশ্বকাপের সময় তাসকিন ও সানি অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ করা হয়।
২২ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে