সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ০৩:১৯:১২

আলহামদুলিল্লাহ ভালো আছি: মোস্তাফিজ

আলহামদুলিল্লাহ ভালো আছি: মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আলহামদুলিল্লাহ অনেক ভালো, উপর আল্লাহ ভালো রাখছে। কাজ করতে আরও ভালো হবে। আপনাদের দোয়া আছে, দেশবাসীর দোয়া আছে।

লন্ডন থেকে ১১ ঘণ্টার ভ্রমণ শেষে সোমবার সকাল ১১ টা ৩৫ মিনিটে ঢাকায় পা রাখেন তিনি। এরপর হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব বলেন। অস্ত্রোপচার শেষে গত শুক্রবার দেশে ফেরার কথা থাকলেও আজ সোমবার দেশে ফেরেন মোস্তাফিজ।

তিনি আরও বলেন, অস্ত্রোপচারের পর ডাক্তার আমাকে কাজ দেখিয়ে দিয়েছে এবং দেবাশীষ দাকে বুঝিয়ে দিয়েছে। কিভাবে কি করতে হবে বুঝিয়ে দিয়েছে। সে অনুযায়ী কাজ করবো। তবে চার সপ্তাহ পর থেকে আমার কাজটা আরও বাড়তে থাকবে।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) খেলে ভারত থেকে ইনজুরি নিয়ে দেশে ফিরেছিলেন বাংলাদেশের এই বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। এরপর প্রায় এক মাস রিহ্যাবে থাকার পর ইংল্যান্ডের কাউন্ডি-দল সাসেক্স শার্কসের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ খেলতে লন্ডনে যান কাটার মাস্টার।

কিন্তু সেখানেও দুর্ভাগ্য পিছু ছাড়েনি। দুই ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েন তিনি। আর তাতে প্রায় ছয় থেকে নয় মাসের জন্য ছিটকে যান তিনি। দেশে ফিরলেও এখন নিজের গ্রামের বাড়ি সাতক্ষীরায় যাচ্ছেন না তিনি। আপাতত ক্যান্টনমেন্টে মামার বাসায় থাকবেন তিনি। সেখানে ইংল্যান্ডের ডাক্তার অ্যান্ড্রু ওয়ালেসের পরামর্শ অনুযায়ী কাজ করে যাবেন তিনি।

মোস্তাফিজকে পেতে বেশ কাঠখড় পুড়িয়ে ছিল সাসেক্স। কিন্তু মোস্তাফিজের মত দুর্ভাগ্য তাদেরও। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে জেতানোর পর তাদের প্রত্যাশার পারদ আরও উঁচুতে ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে আর খেলতে পারেননি। তাই স্বাভাবিকভাবেই খেলতে না পারায় খারাপ লাগছে বলে জানান মোস্তাফিজ।
২২ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে