সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ০৩:৪৯:৪৭

আরও একটা ভয়ের কথা জানালেন মোস্তাফিজ

আরও একটা ভয়ের কথা জানালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড থেকে সোমবার দেশে ফিরে তরুণ বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান বলেছেন, আমার ইনজেকশন নেওয়ার অভ্যাস নেই, সেজন্যই হয়ত সুই দেখলে ভয় লাগে। অনেক সময় আমার মনে হচ্ছিল, ইনজেকশন দিলে ব্যথা লাগবে, অস্ত্রোপচার করলে লাগবে না। সবার আগে এই এটাই জয় করতে হয়েছে।

তিনি বলেন, এ নিয়ে দুইবার ইংল্যান্ডে গিয়ে দুইবারই চোট পেলাম। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রথম সফর করি, সেবারও চোট পাই, এবারও চোট পেলাম। সব মিলিয়ে ভালো যায়নি।

তিনি আরও বলেন, অস্ত্রোপচারের পর তারা আমাকে কাজ দেখিয়ে দিয়েছেন। দেবাশীষদাকে(বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী) বুঝিয়ে দিয়েছেন কিভাবে কি করতে হবে। চার সপ্তাহ পর থেকে আমার কাজটা বাড়তে থাকবে।

দেশের মাটিতে কিছু দিন পর ইংল্যান্ডের বিপক্ষে খেলার কথা বাংলাদেশের। সেই সিরিজে দর্শক হয়ে থাকতে হবে মোস্তাফিজকে। এ প্রসঙ্গে তিনি বলেন, খেলতে না পারলে খারাপ লাগবে। চোটের অবস্থা ভালো আছে। কাজ করতে করতে আরও ভালো হবে।

ক্রমওয়েল হাসপাতালে গত ১১ অগাস্ট বিশেষজ্ঞ সার্জন ওয়ালেস মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচার করেন।
২২ আগস্ট ২০১৬/এমটিনিউজ২৪.কম/এমকেএইচ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে