সোমবার, ২২ আগস্ট, ২০১৬, ১১:৪৬:০১

আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে এক নাম্বার পাকিস্তান দল

আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে এক নাম্বার পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারনে ভারতের সাথে ওয়েস্ট ইন্ডিজের শেষ টেস্টটি ড্র হওয়ায় প্রথমবারের মতো নতুন ইতিহাস সৃষ্টি করে আইসিসি র‌্যাংকিংয়ের এক নাম্বারে উঠে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ২০০৩ সালে আনুষ্ঠানিক টেস্ট র‌্যাংকিং চালু হওয়ার পর পঞ্চম দল হিসেবে এবারই সবার উপরে উঠে এলো দলটি।

প্রতিটি টেস্ট সিরিজের পর সাধারণত রেটিং পয়েন্ট অনুসারে র‌্যাংকিংয়ের তালিকার দিকে নজর দেয় বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সে হিসেবে সম্প্রতি বেশ কয়েকটি টেস্ট সিজির শেষে পয়েন্টের হিসেবে এক নম্বর স্থানে চলে এসেছে পাকিস্তান।

ভারতকে হটিয়ে ১১১ পয়েন্ট নিয়ে তালিকায় এখন সবার উপরে অবস্থান করছে পাকিস্তান। তাদের চেয়ে এক পয়েন্ট কম থাকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে ভারত। ভারতের পয়েন্ট এখন ১১০। এছাড়া ১০৮ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সম্প্রতি শ্রীলঙ্কার কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হওয়া অস্ট্রেলিয়া। দীর্ঘদিন কোন খেলা না থাকায় এখনো তালিকায় ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ।

র‌্যাংকিংয়ের শীর্ষ দশটি দলের অবস্থান চিত্র নিন্মরূপ :

১. পাকিস্তান ১১১

২. ভারত ১১০

৩. অস্ট্রেলিয়া ১০৮

৪. ইংল্যান্ড ১০৮

৫. নিউজিল্যান্ড ৯৯

৬. শ্রীলঙ্কা ৯৫

৭. দক্ষিণ আফ্রিকা ৯২

৮. ওয়েস্ট ইন্ডিজ ৬৭

৯. বাংলাদেশ ৫৭

১০. জিম্বাবুয়ে ৮
২২ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে