মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬, ১২:০৪:৩১

ব্যাট-বল হাতে আবারো মাঠে নামবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা

ব্যাট-বল হাতে আবারো মাঠে নামবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের ব্যাট-বল হাতে আবারও দেখা যাবে মাঠে। তবে সেটা বিশেষ এক টুর্নামেন্টে। ভিন্নধর্মী এ ক্রিকেট ‍টুর্নামেন্ট নাম ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল বাংলাদেশ’।

টি২০ ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টে অংশ নেবে সাবেক ক্রিকেটারদের ৬টি দল। অবশ্য এ দলে সাবেক ক্রিকেটারদের পাশাপাশি থাকবে প্রিমিয়ার লিগে খেলা বিদেশি ক্রিকেটাররাও।

টুর্নামেন্ট উপলক্ষে মঙ্গলবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় শুরু হবে এ ড্রাফট। পরে বেলা ৩টায় টুর্নামেন্টের আদ্যপান্ত জানাতে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। সোমবার (২২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে টুর্নামেন্টের ইভেন্ট পার্টনার ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট।

আগামী ১ থেকে ৩ সেপ্টেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। যার ফাইনাল ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৬টি দল। দলগুলি হলো ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ ও ঢাকা মেট্রো।

এ ছাড়া সিলেট, রংপুর ও বরিশালকে নিয়ে গঠন করা হয়েছে অলস্টারস মাস্টার্স। জাতীয় দলের সাবেক ৬ অধিনায়ক নেতৃত্ব দেবেন দলগুলোর। নেতৃত্ব দানকারীরা হলেন, রকিবুল হাসান, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সুমন।
২২ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/ এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে